সুকুমার সরকার, ঢাকা: বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া ৭ জানুয়ারি বাংলাদেশের (Bangladesh) সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll voilence) উত্তপ্ত হয়ে উঠল দেশের একাধিক জায়গা। নিহত হলেন এক তরুণ। জখম হয়েছেন পঞ্চাশেরও বেশি। দেশের পূবের জেলা নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে পরাজিত প্রার্থী ও জয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন বলে খবর। সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু (Death) হয়। তাঁর নাম নুরুল আমিন, বয়স ২৪ বছর।
ভোট পরবর্তী সংঘর্ষে জখম হয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আসনটিতে আওয়ামি লিগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিলকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ইফতিকার উদ্দিন তালুকদার। ইফতিকার উদ্দিন পেয়েছেন ৭৬ হাজার ৮০৩ ভোট। অসীম কুমার পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]
এদিকে দক্ষিণের জেলা মাদারীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে এ ঘটনা। কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে আওয়ামি লিগের আবদুস সোবহান মিয়াকে (গোলাপ) প্রায় ৩৫ হাজার ভোটে হারিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। সোমবার তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি কালিগঞ্জ বাজার থেকে ফাঁসিয়াতলা বাজারের যাবার পথে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রার্থীর সমর্থক শাহিদ পারভেজের কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালায়।
এই সময় বেশ কয়েকটি হাতবোমা ছোঁড়া হয়। এতে ইউপি সদস্য-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদারীপুর-৩ আসনে বেসরকারিভাবে জয়ী তাহমিনা বেগম তীব্র নিন্দা জানান।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের দিনই কোলে আসুক রামলালা! আবদার যোগীরাজ্যের অন্তঃসত্ত্বাদের]
অপরদিকে পদ্মাপাড়ের আরেক জেলা শরিয়তপুরে নৌকার বিজয় মিছিল কেন্দ্র আওয়ামি লিগের দু দলের মধ্যে সংষর্ঘ হয়েছে। কাউন্সিলরসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের শরিয়তপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে শরিয়তপুর সদর পৌরসভার ৪নং ওয়াডের চৌরাস্তা এলাকায়িএ ঘটনা।