স্টাফ রিপোর্টার: বামেদের ‘হাত’ ধরতে চায় না প্রদেশ কংগ্রেস। নির্বাচন কমিটির বৈঠকে একলা লড়ার পক্ষে জোরালো সওয়াল করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দিল্লিকে জানানো হচ্ছে, বামফ্রন্ট যে পরিস্থিতি তৈরি করেছে তাতে সম্মান নষ্ট করে আর বামেদের সঙ্গে জোটে যাওয়া উচিত নয়।
[চাকরি না পেয়ে আত্মঘাতীদের স্মরণ করে অনশন জারি এসএসসি প্রার্থীদের ]
শনিবার প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক বসে। প্রার্থী চূড়ান্ত করা নিয়ে আলোচনা থাকলেও, বৈঠকে আগাগোড়া উঠে আসে জোট প্রসঙ্গ। লোকসভায় বামেদের সঙ্গে জোটে যাওয়া উচিত কি না, তা নিয়ে মতামত দেন প্রদেশ কংগ্রেসের নেতারা। বেশিরভাগ নেতা-নেত্রীই একলা লড়ার পক্ষে জোরালো দাবি তোলেন। জানা গিয়েছে, বৈঠকে দীপা দাশমুন্সি বলেছেন, দীর্ঘদিন ধরে সিপিএম জোট নিয়ে নানা মন্তব্য করেছে। তার উপর ২৫টি আসনে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে। যা কংগ্রেসকে অসম্মান করা হয়েছে। আসলে সিপিএম জোট চায়—ই না। ফলে দিল্লিকে এখনই বলে দেওয়া উচিত, আমরা একলা লড়তে চাই।
দীপার পাশাপাশি আবু হাসেম খান চৌধুরি, আবদুল মান্নান-সহ প্রদেশ কংগ্রেসের একটি বড় অংশই একলা লড়ার পক্ষে আওয়াজ তুলেছেন। তাতে রাজ্য কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, জোটের আলোচনার মধ্যেই বিমান বসুর প্রার্থী তালিকা ঘোষণা ঠিক হয়নি। তার উপর বিমানবাবু প্রার্থী তালিকা প্রকাশের পর যে বিবৃতি দিয়েছেন, তা খুবই নিন্দনীয়। শুক্রবার বিমান বসু জানিয়েছিলেন, পুরুলিয়া ও বসিরহাটে বামফ্রন্টের তরফে প্রার্থী দেওয়া হয়েছে। কংগ্রেস মনে করলে জেতার জন্য প্রার্থী দিতেই পারে। ফ্রন্ট চেয়ারম্যানের এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাঁরা বলেছেন, বিমান বসু জোট চান বলেই এক বিবৃতিতে দু’রকম কথা বলেছেন।
[‘তৃণমূলে কুয়োর ব্যাঙ ছিলাম’, শহরে ফিরেই মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিংয়ের]
কংগ্রেস যে আসনগুলির দাবি জানিয়েছিল, জোটস্বার্থে তাকে কোনওভাবেই সিপিএম মর্যাদা দেয়নি বলে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেসের নেতারা। তাছাড়া প্রদেশ কংগ্রেসের ডাক্তার সেলের চেয়ারম্যান রেজাউল করিমকে সিপিএম প্রার্থী করেছে। জোটের আলোচনার মধ্যে বামেরা কীভাবে দল ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করল, তা নিয়েও সরব প্রদেশ নেতৃত্ব। রেজাউলকে কংগ্রেস বহিষ্কার করেছে। বামেদের উপর প্রদেশ নেতৃত্ব এতটাই ক্ষুব্ধ যে এদিনের বৈঠকে দাবি তোলা হয়েছে, রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দেওয়া হোক। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “আমরা সম্মান নষ্ট করে জোট করতে পারব না। অনেক অপেক্ষা করা হয়েছে। এক-দু’দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” ফলে এটা স্পষ্ট, জোট কার্যত বিশ বাঁও জলে!
The post বাম সঙ্গ চায় না নেতৃত্ব, একলা লড়াইয়ের বার্তা প্রদেশ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.