সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশছাড়া প্রজ্বল রেভান্না কি এবার দেশে ফিরবেন? তেমনই দাবি সংবাদ সংস্থা পিটিআইয়ের। আগামিকাল, ৩০ মে তিনি মিউনিখ থেকে বেঙ্গালুরুগামী বিমানে উঠবেন। বৃহস্পতিবার গভীর রাতেই তাঁর পৌঁছনোর কথা ভারতে। এমনটাই গুঞ্জন। এও জানা যাচ্ছে, বিশেষ তদন্তকারী দল তথা সিট ক্যাম্পেগৌড়া বিমানবন্দরের দিকে নজর রেখেছে। ৩৩ বছরের প্রজ্জ্বল দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করা হবে। তবে এর আগে দুবার যেহেতু প্রজ্জ্বল দেশে ফেরার টিকিট কেটেও বাতিল করেছেন, তাই এবারও তিনি তেমন কিছু করেন কিনা, সেই সম্ভাবনাও রয়েছে।
সম্প্রতি একটি ভিডিও বার্তাতেও এমন দাবিই করেছিলেন প্রজ্জ্বল। তিনি জানিয়েছিলেন, ৩১ মে সকাল দশটায় আত্মসমর্পণ করবেন। কিন্তু পরিস্থিতি যা, রাতে বিমানবন্দরে নামলেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এদিকে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় জেডিএস সাংসদ বলেছিলেন, “যখন ২৬ মে নির্বাচন হল আমার বিরুদ্ধে কোনও মামলা ছিল না, সিটও গঠন করা হয়নি। বিদেশযাত্রা আগেই ঠিক করা ছিল। সফরে থাকাকালীন অভিযোগের বিষয়টি জানতে পারি।”
[আরও পড়ুন: মাঝ আকাশে বিমান, সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে শুরু করলেন যাত্রী! তার পর?]
উল্লেখ্য, প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল (Prajwal Revanna)। তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। দেশছাড়া প্রজ্জ্বলকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নেয় কর্নাটকের (Karnataka) সিদ্দারামাইয়া সরকার। কিন্তু কিছুতেই লাভ হয়নি। দেশে ফেরানো যায়নি প্রজ্জ্বল রেভান্নাকে। তাঁর দাদু জেডিএস সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়া (HD Deve Gowda) সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘দোষী সাব্যস্ত হলে অবশ্যই প্রজ্জ্বলের বিরুদ্ধে শাস্তি হবে।’’ সব মিলিয়ে পরিস্থিতি যে ক্রমেই প্রতিকূল হয়ে পড়েছে তা হয়তো ভালোই বুঝছেন প্রজ্জ্বল। ফলে এবার তাঁর পক্ষে দেশে ফেরা ছাড়া উপায় নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।