সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda) নাতি প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা মামলায় নয়া মোড়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্লু কর্নার নোটিস দায়ের করেছে সিবিআই। দেশছাড়া প্রজ্জ্বলকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নিয়েছে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার। এবার জোর গুঞ্জন, বুধবার গভীর রাতে দেশে ফিরতে পারেন অভিযুক্ত রেভান্না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিউনিখ থেকে বেঙ্গালুরুগামী এক বিমানের বিজনেস ক্লাসে টিকিট কেটেছেন প্রজ্জ্বল। বিমানটি বুধবার রাত সাড়ে ১২টায় ভারতে পৌঁছবে। দাবি, এই টিকিট সেদিনই কাটা হয়েছিল যেদিন ৩৩ বছরের সাংসদ জার্মানির টিকিট কেটেছিলেন।
[আরও পড়ুন: বিজয়ের আগাম শুভেচ্ছা! বিপুল প্রশংসায় ভরিয়ে অর্জুন সিংকে বাংলায় চিঠি মোদির]
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল (Prajwal Revanna)। তদন্ত শুরু হতেই দেশ ছেড়েও পালিয়েছেন তিনি। তবে জেডিএস সাংসদের এই কাণ্ডে প্রবল অস্বস্তির মুখে পড়েছে বিজেপি (BJP)। কারণ রেভান্নার সমর্থনে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সেই কাজকে তোপ দেগে রাহুল গান্ধী বলেছিলেন, ৪০০ মহিলার ধর্ষককে ভোটে জেতাতে প্রচার করেছেন প্রধানমন্ত্রী।
এদিকে গত ২৯ এপ্রিল প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এক মহিলাকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ১৪ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল রেভান্নাকে। গত সোমবার ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। তবে সেই সঙ্গে বর্ষীয়ান নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনও শর্তে তদন্তে সহায়তা করার।