সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করেছিল কর্নাটক পুলিশ। এবার ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে। পুলিশ অবশ্য ১৪ দিনের জন্য তাঁকে হেফাজতে চেয়েছিল।
বৃহস্পতিবার মাঝরাতে কেম্পেগৌড়া বিমানবন্দরে নামেন রেভান্না (Prajwal Revanna)। সেখানে তাঁকে গ্রেপ্তার করে তিন মহিলা পুলিশ সদস্যের এক দল। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রুটিন চেক আপ হয় তাঁর। এর পর আদালতে তোলা হয় একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রাক্তন জেডিএস নেতাকে। পুলিশ দুসপ্তাহের জন্য তাঁকে হেফাজতে চাইলে শেষপর্যন্ত আদালত জানিয়ে দেয়, আপাতত ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন রেভান্না।
[আরও পড়ুন: ইংল্যান্ড থেকে ভারতে ফিরল ১ লক্ষ কেজি সোনা, বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের]
পুলিশ জানিয়েছে, রেভান্নার মোবাইল ফোনটি পরীক্ষা করে তাঁর কণ্ঠস্বরের নমুনা ফরেনসিক তদন্তে পাঠানো হবে। পরে তাঁকে হাসানের বাড়িতেও নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও তাঁর আইনজীবীদের দাবি ছিল, একদিনের বেশি অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার দরকার পড়বে না। কিন্তু শেষপর্যন্ত আদালত সেই দাবি মানেনি।
প্রজ্জ্বল আদৌ দেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। কেননা এর আগে দুবার টিকিট কেটেও তা বাতিল করে দিয়েছেন তিনি। তাই এবারও তেমন কিছু করবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু বৃহস্পতিবার তিনি আগাম জামিনের আবেদন করার পর থেকেই পরিষ্কার হয়ে যায় এবার সম্ভবত তিনি ফিরছেনই। যদিও আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন রেভান্না।
প্রসঙ্গত, প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল (Prajwal Revanna)। তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালান তিনি।