সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা ভোটের আগে, বছরের শুরুতেই খুলে যাবে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির (Ram Mandir)। এই মুহূর্তে জোরকদমে কাজ চলছে মন্দিরের। এবার জানা গেল ২২ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে হবে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। জানিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী স্বদেশকুমার খান্না। সেই সঙ্গে এও জানা যাচ্ছে, সম্ভবত সেই সময় সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।
রাম মন্দিরের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ৬০ শতাংশ নির্মাণকাজ হয়ে গিয়েছে। তবে এখনও মন্দিরের তৃতীয় তল ও বেশ কিছু অংশের কাজ বাকি। তবে আশা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে যাবে। জানুয়ারিতেই সকলের জন্য খুলে দেওয়া হবে মন্দির।
[আরও পড়ুন: ২৫০ বাইকের হদিশ নেই, ফের কোটি টাকার গাড়ি কিনল বঙ্গ বিজেপি]
উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়েই। ২০১৯ সালের নভেম্বরে এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, অযোধ্যার ওই বিতর্কিত নির্মাণ ভেঙে সেখানে রাম মন্দিরই তৈরি হবে। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায়দানের সময় জানান, অযোধ্যার ওই বিতর্কিত স্থানের বদলে মুসলিম পক্ষকে অযোধ্যাতেই একটি বিকল্প জায়গা দেওয়া হবে মসজিদ তৈরির জন্য। সেই রায় মেনে উত্তরপ্রদেশ সরকার মুসলিমদের একটি বিকল্প জায়গা দিয়েছে।