shono
Advertisement
Alipore Zoo

চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি হাই কোর্টের, মানতে হবে শর্ত

মিছিলে থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Published By: Tiyasha SarkarPosted: 01:45 PM Jan 09, 2025Updated: 04:27 PM Jan 09, 2025

গোবিন্দ রায়: হাই কোর্টে ধাক্কা রাজ্যের। চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে মানতে হবে একাধিক শর্ত। এই মিছিলে থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

আলিপুর চিড়িয়াানার (Alipore Zoo) জমি বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রতিবাদে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ৯ জানুয়ারি রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত বিজেপির মিছিলে অনুমতিও দেয় হাই কোর্ট। তবে বলা হয়েছিল, বেলা ১২ টা থেকে ৩ টের মধ্যে শেষ করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। রাজ্যের আইনজীবী এদিন আদালতে বলেন, "চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণ মানে কী, সেটা আমরা বুঝতে পারছি না। সম্ভবত যারা মামলা করেছেন তারাও জানে না। সবকিছু নিয়ে প্রতিবাদ হয় না। হাই কোর্টের রং কেন লাল, সেটা নিয়ে কি প্রতিবাদ করা যায়?" পাশাপাশি গঙ্গাসাগর মেলার কারণে পুলিশ ফোর্স নিয়েও সমস্যার কথা বলেন তিনি। কিন্তু তাতে লাভ হল না। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

এদিন আদালতের তরফে বলা হয়েছে, মিছিল করা যাবে। কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। হাসপাতালগামী মানুষকে প্রাধান্য দিতে হবে। তাঁদের জায়গা করে দিতে হবে। মিছিল থেকে কোনও উসকানিমূলক বক্তব্য রাখা যাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাই কোর্টে ধাক্কা রাজ্যের। চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
  • মিছিলে থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Advertisement