shono
Advertisement

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়

ঘোষণা রাষ্ট্রপতি ভবনের৷ The post দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 PM Jan 25, 2019Updated: 10:22 PM Jan 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ সাধারণতন্ত্র দিবসের আগের দিন রাষ্ট্রপতি ভবনের তরফে এ কথা ঘোষণা করা হল৷

Advertisement

[দেশের ‘সেরা মুখ্যমন্ত্রী’ যোগী আদিত্যনাথ, বলছে সমীক্ষা]

এই সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘দেশেকে যা দিয়েছি তার চেয়ে অনেক বেশি সম্মান পেয়েছি৷ দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি৷’’ এই ঘোষণা হতেই প্রাক্তন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, দশকের পর দশক ধরে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন প্রণববাবু৷ তাঁর জ্ঞান, দূরদর্শিতা দেশের উন্নয়নে সর্বাত্মকভাবে সাহায্য করেছে৷

[বিয়ের কয়েক ঘণ্টা আগে অপহৃত কনে, ভিডিও দেখলে শিউরে উঠবেন ]

প্রয়াত সমাজসেবী নানাজি দেশমুখের উদ্দেশ্যে মোদি লেখেন, গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য৷ নিম্নবর্গের মানুষদের জন্য তাঁর কাজ সকলের মনে থাকবে৷ টুইটে সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে ‘কালজয়ী’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ জানান, প্রজন্মের পর প্রজন্ম তাঁর সঙ্গীতে বুঁদ হয়ে রয়েছে৷ ‘ভারতরত্ন’ ছাড়াও শুক্রবার ঘোষণা হয়েছে ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ প্রাপকদের নামও৷ 

 

— ANI (@ANI) January 25, 2019

The post দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement