সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে জ্বলছে বাংলা। চলছে তাপপ্রবাহ। রেহাই পেতে একফোঁটা বৃষ্টির জন্য চাতকের মতো তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। কবে নামবে স্বস্তির বৃষ্টি? বহু চর্চিত সেই প্রশ্নের উত্তর জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। তবে এখনই স্বস্তি পাচ্ছে না কলকাতা। মহানগরে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুই বঙ্গের কোন কোনও জেলায় হতে পারে বৃষ্টি?
[আরও পড়ুন: ৭২ ঘণ্টার ম্যারাথন জেরা, অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার জীবনকৃষ্ণ সাহা]
হাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তরের অন্য়ান্য় জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বরং মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহে পূর্বাভাস বজায় থাকছে। দক্ষিণবঙ্গ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। স্থানীয় মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার পর্যন্ত বদলাবে না পরিস্থিতি। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। একই দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। শনিবার থেকে রাজ্যের আবহাওয়ায় বদল হতে পারে।