সঞ্জিত ঘোষ, নদিয়া: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ। বেসরকারি হাসপাতালে তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। নার্সিংহোম কর্তৃপক্ষের শাস্তির দাবি নিহতের পরিবারের।
নদিয়ার নবদ্বীপের মতিরায়বাঁধ এলাকার বাসিন্দা দীপা মিশ্র নামে ওই মহিলা গত ১ অক্টোবর বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পুত্রসন্তানের জন্মও দেন। তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আরেকটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে জানান হয়, সি সেকশনের সময় অসাবধানবশত কোনও অঙ্গ কেটে ফেলা হয়েছে। তার ফলে প্রাণহানি হয় প্রসূতির।
[আরও পড়ুন: ‘কোনও মন্ত্রীরও আসা উচিত ছিল’, বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়ে ‘পর্যটক’ খোঁচার জবাব রাজ্যপালের]
মৃতের পরিবারের অভিযোগ, নবদ্বীপের ওই নার্সিংহোমের চিকিৎসকের ভুল চিকিৎসায় দীপার মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে বুধবার রাত ওই বেসরকারি হাসপাতালের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকজন। অবিলম্বে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং অভিযুক্ত ওই চিকিৎসককে জবাবদিহি করতে হবে বলেই জানান বিক্ষোভকারীরা। চিকিৎসকের যথাযথ শাস্তির দাবিও জানান তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দেখুন ভিডিও: