shono
Advertisement

Breaking News

জীবনের দীর্ঘতম করবা চৌথ পালন করলেন প্রীতি জিন্টা, কেন এমন দাবি অভিনেত্রীর?

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জানালেন প্রীতি।
Posted: 03:24 PM Nov 06, 2020Updated: 03:24 PM Nov 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বর মাসের ৪ তারিখ ছিল করবা চৌথ (Karwa chauth 2020)। করোনাকালেও (CoronaVirus) প্রায় গোটা বলিউড পালন করেছে এই উৎসব। সোশ্যাল মিডিয়ায় তার ছবি, ভিডিও-ও আপলোড করা হয়েছে। কিন্তু এবারে প্রীতি জিন্টার (Preity Zinta) ছবি আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার কারণও জানিয়েছেন অভিনেত্রী। দাবি করেছেন, জীবনের সবচেয়ে দীর্ঘ করবা চৌথ পালন করেছেন এবার।

Advertisement

কীভাবে? বলিউড তারকা হওয়ার পাশাপাশি IPL-এর কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) দলের অন্যতম মালকিন প্রীতি। করোনার (COVID-19) জেরে চলতি বছরের আইপিএলের আসর বসেছে দুবাইয়ে। টিমের অন্যতম মালকিন হিসেবে সেখানেই ছিলেন প্রীতি। এদিকে করবা চৌথে স্বামী জেন গুডএনাফের (Gene Goodenough) পাশেও থাকতে হত তাঁকে। পেশাগত দায়িত্ব শেষ করেই দুবাই থেকে লস অ্যাঞ্জেলসে (LA) পাড়ি দেন প্রীতি। লম্বা সফরের শেষে স্বামীর দেখা পান। হাজারও ক্লান্তি সত্ত্বেও সেজেগুজে পালন করেন করবা চৌথ। ভালবাসার প্রতিদান হিসেবে জেন স্ত্রীর গালে চুম্বন ছোঁয়া দিতে কার্পণ্য করেননি। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন প্রীতি।

[আরও পড়ুন: মিলিন্দের নগ্নতা কেন অপরাধ নয়? অশ্লীল ভিডিও শুটের দায়ে পুনমের গ্রেপ্তারিতে ক্ষুব্ধ নেটদুনিয়া]

নিজের পোস্ট করা ছবির ক্যাপশনে প্রীতি জানিয়েছেন, এতটা দূরত্ব অতিক্রম করে আসা তাঁর সফল হয়েছে। কারণ তিনি নিজের পতিপরমেশ্বরের দেখা পেয়েছেন। সকলকে শুভ করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন বংশোদ্ভূত জেন গুডেনাফকে বিয়ে করেন প্রীতি।

[আরও পড়ুন: করোনা কালে কীভাবে আলোর উৎসবে মাতবেন, জানালেন তৃণা-স্বস্তিকা-ঊষসী-নীল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement