সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) কি প্যারিস সাঁ জাঁ ছাড়ছেন? বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট এমনই। শোনা যাচ্ছে ফরাসি তারকা নাকি পিএসজি ছেড়ে একপ্রকার চলেই গিয়েছেন রিয়ালে। কিছু মিডিয়া আবার বলছে, ইংলিশ প্রিমিয়ার লিগে যেতে পারেন এমবাপে।
এসব জল্পনার মধ্যেই প্যারিস সাঁ জাঁ-র প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি (Al Khelaifi) জানালেন, তিনি চান এমবাপে থেকে যান প্যারিস সাঁ জাঁয়। খেলাইফি বলেছেন, ”আমি কোনও জিনিস গোপন করব না। আমি চাই কিলিয়ান থেকে যাক প্যারিস সাঁ জাঁয়। বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার এমবাপে। কিলিয়ানের জন্য সেরা ক্লাব পিএসজি। এমবাপে এখন সবকিছুর মধ্যমণি। আমার সঙ্গে এমবাপের সম্পর্ক খুব ভালো। দুর্দান্ত প্লেয়ার এবং দুর্দান্ত মানুষ। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের পরে আমার সঙ্গে এমবাপের কথা হয়েছিল। সেই সময়ে আমাকে বলেছিল, তোমার সঙ্গে আমার চুক্তি রয়েছে। লিখিত চুক্তির থেকেও এই চুক্তি অনেক বড়।”
[আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের আগে কোহলির সঙ্গে আলোচনায় নির্বাচকরা! বাড়ছে জল্পনা]
ফরাসি এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এমবাপে সই করে ফেলেছেন রিয়ালের চুক্তিপত্রে। উল্লেখ্য, জুনে পিএসজি-র সঙ্গে এমবাপের চুক্তি শেষ হচ্ছে। ফরাসি তারকা পিএসজি-তে থাকবেন কিনা তা স্পষ্ট করে বলেননি তিনি। পিএসজি প্রেসিডেন্ট বলছেন, ”এখন এমবাপের বয়স ২৫। তরুণ ফুটবলার। এখনও অনেক ট্রফি জেতার ক্ষমতা রাখে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ট্রেনিং সেন্টারের সুবিধা পাবে এমবাপে। সেরা কোচও রয়েছেন এই ট্রেনিং সেন্টারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে সামনে। আমরা সবার কাছে অনুরোধ করছি এমবাপেকে ছেড়ে দিন। ওর উপরে আমার আত্মবিশ্বাস রয়েছে। আমাদের ক্লাবের ক্ষতি হয় এমন কিছু করবে না বলেই আমি আশাবাদী। আমরা একই পরিবারের সদস্য।” এমবাপে কী করেন তার উত্তর দেবে সময়।