সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা পেতে চলেছেন জো বিডেন। কিন্তু, এখনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপিও হয়েছে বলে লাগাতর অভিযোগ জানিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। জনসমক্ষে আসার সুযোগ পেলেই উগরে দিচ্ছেন মনের ক্ষোভ। কোনও না কোনও ভাবে বোঝাতে চাইছেন যে তাঁকে অন্যায় ভাবে হারানো হয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করলেন। তৈরি করলেন নতুন বিতর্কের।
সোমবার আমেরিকার বিখ্যাত কুস্তিগীর ও কোচ ডান গাবেলকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ( Presidential Medal of Freedom) পুরস্কার দেওয়া হয়। সেই উপলক্ষে হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গই টেনে আনেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মাসখানেক আগে হয়ে যাওয়া ওই নির্বাচনের ফলে আমেরিকার সম্মান নষ্ট হয়েছে বলেও দাবি করেন।
[আরও পড়ুন: করোনা আবহে শুরু পথচলা, WHO’র সহকারী সংস্থার সিইও হলেন ভারতীয় বংশোদ্ভূত ]
এপ্রসঙ্গে তিনি বলেন, তৃতীয় দেশগুলির মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও কারচুপি হয়েছে। আমাকে রিগিং করে হারানো হয়েছে। ব্যালেটগুলো সমস্ত জায়গা থেকে পাঠানো হয়েছে। যে মেশিনারি ব্যবহার করা হয়েছে যার মালিকানা সম্পর্কে কেউ কিছুই জানে না। ওরা ভুল করেছে। কিন্তু, কোনওভাবেই তা মানতে পারছে না। আর শুধু ভুল নয় ওরা হাজারের বেশি ভোট পাঠাতে গিয়ে ধরা পড়েছে ওগুলো সব আমার বিরুদ্ধে ছিল।
৩ নভেম্বর ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আর বিশেষ জনসমক্ষে আসতে দেখা যায়নি ট্রাম্পকে। কিন্তু, জো বিডেনের জয় সুনিশ্চিত হতেই ভোট গণনায় কারচুপির অভিযোগে শুরু থেকেই সরব হয়েছিলেন। একাধিক টুইটে একটানা ক্ষোভ প্রকাশের পাশাপাশি দ্বারস্থ হয়েছেন আদালতেরও। যদিও সেখানেও বিশেষ সুবিধা করতে পারেনি তিনি।