সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতটি মুসলিম প্রধান দেশ থেকে উদ্বাস্তু ও শরণার্থীদের আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এমনকী খুব তাড়াতাড়ি পাকিস্তান থেকে শরণার্থীদেরও যে মার্কিন মুলুকে প্রবেশে বাধা দেওয়া হতে পারে, তার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প৷ তবে তাঁর এমন সিদ্ধান্তকে সমর্থন জানাননি অ্যাটর্নি জেনারেল স্যালী ইয়াটস৷ আর সেই কারণে তাঁকে মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বহিষ্কার করলেন ট্রাম্প৷
(লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান)
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় এই পদে আসিন হয়েছিলেন স্যালী৷ কিন্তু নয়া প্রেসিডেন্ট আসার মাসখানেকের মধ্যেই পদ হারাতে হল তাঁকে৷ স্যালীর পরিবর্তে ভার্জিনিয়ার অ্যাটর্নি ডেনা বোয়েন্তেকে দায়িত্বভার দেওয়া হল৷ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, দেশের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে আইনিভাবে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরোধিতা করেছেন স্যালী৷ মুসলিম প্রধান দেশ থেকে শরণার্থীদের আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন না তিনি৷ অবৈধভাবে দেশে প্রবেশ করা উদ্বাস্তুদের সামলানোর ক্ষেত্রে স্যালী অত্যন্ত দুর্বল৷ সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হল৷
(রাজনীতিবিদ প্রেমিকের প্রশ্রয়ে দেহব্যবসায় নামলেন এই মডেল)
এর আগে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রেইন্স প্রিবাস জানিয়েছিলেন, যে সাতটি দেশ থেকে অভিবাসীদের মার্কিন মুলুকে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে সেই সব দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চূড়ান্ত ভয়াবহ রূপ নিয়েছে৷ মার্কিন কংগ্রেস ও ওবামা প্রশাসন আগেই ওই সাতটি দেশকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে চিহ্নিত করেছিল৷ পাশাপাশি পাকিস্তান থেকে আমেরিকায় আসা পাক নাগরিকদের উপরও কড়া নজর রাখছে ট্রাম্প প্রশাসন৷
ট্রাম্পের নির্দেশ নিয়ে গোটা আমেরিকা জুড়ে তীব্র বিক্ষোভ চলছে৷ মার্কিন নাগরিকদের দেশে ঢোকার ক্ষেত্রে পাল্টা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ইরান৷ এমনকী, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ওবামাও ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন৷ মুসলিম রাষ্ট্রের শরণার্থী নিষেধাজ্ঞার নীতির প্রতিবাদে মার্কিনিদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ওবামা৷
(বিজয় মালিয়াকে ঋণ পাইয়ে দিয়েছিলেন মনমোহন সিং: বিজেপি)
The post ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে বহিষ্কৃত অ্যাটর্নি জেনারেল appeared first on Sangbad Pratidin.