সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অসংলগ্ন আচরণ নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, আদৌ কি মার্কিন মুলুকের শীর্ষস্থানীয় পদে বসার যোগ্য জো বাইডেন (Joe Biden)? বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা শি জিনপিংকে (Xi Jinping) ‘রাশিয়ার (Russia) মাথা’ বলে বসার পর সেই বিতর্ক আরও জোরদার হয়েছে। এই পরিস্থিতিতে এই প্রসঙ্গে মুখ খুললেন বাইডেন। নিজের মানসিক ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে তোপ দাগলেন তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে।
ঠিক কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”অন্যজনের (ট্রাম্প) দিকেও একবার দেখুন। উনি তো আমারই বয়সি। কিন্তু উনি নিজের স্ত্রীর নাম মনে রাখতে পারেন না। এটা এক নম্বর। দুনম্বর বিষয়টি হল, আপনার আইডিয়াগুলো কত পুরনো।” আসলে সম্প্রতি একটি অনুষ্ঠানে ট্রাম্প নিজের স্ত্রীর নাম ধরে ডাকার সময় দেখা যায় তিনি ভিন্ন নামে ডাকছেন তাঁকে। এই নিয়ে বিতর্ক ঘনিয়েছে। এবার সেই প্রসঙ্গ তুলেই ট্রাম্পকে কটাক্ষ করলেন বাইডেন।
[আরও পড়ুন: ‘হিরো’ সাজা বাইকচালকদের সতর্কবার্তা, রোহিতের বার্তা হাতিয়ার রাজ্য পুলিশের]
গত জানুয়ারিতে এনবিসির নিউজ পোলে দাবি করা হয়েছিল, ৮১ বছরের বাইডেনের বয়স নিয়ে উদ্বেগ রয়েছে তিন-চতুর্থাংশ ভোটারের। যদিও ট্রাম্পের বয়স ৭৭ হলেও তাঁকে নিয়ে কারও এই ধরনের উদ্বেগ নেই। সম্ভবত, সাম্প্রতিক সময়ে বার বার বাইডেনের ভুলে যাওয়া কিংবা এলোমেলো উক্তির কারণেই মানুষের মনে এই প্রশ্ন আসছে। ইউক্রেনের নাগরিকদের ইরানি বলে অভিহিত করা কিংবা ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘ভ্লাদিমির’ বলা অথবা ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের নাম গুলিয়ে ফেলার মতো ঘটনা তাঁকে বার বার ঘটাতে দেখা গিয়েছে। স্বাভাবিক ভাবেই অশীতিপর বাইডেনের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে। আশঙ্কা, স্মৃতিভ্রংশের অসুখ ক্রমেই জাঁকিয়ে বসছে তাঁর শরীরে।