shono
Advertisement

‘সুখ-সমৃদ্ধি-সাফল্যে ভরে উঠুক ২০২৩’, দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Posted: 10:07 AM Jan 01, 2023Updated: 10:07 AM Jan 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালের নিয়মে পুরনো হয়েছে ২০২২। এসেছে নতুন বছর-২০২৩। নববর্ষের প্রথম দিনেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের বার্তার মূল কথা একটাই, ‘ভাল কাটুক নতুন বছর।’

Advertisement

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটারে লিখেছেন, “২০২৩, নতুন বছরের হাত ধরে আপনাদের জীবনে আসুক নতুন অনুপ্রেরণা, লক্ষ্য় ও সাফল্য। চলুন আরও একবার আমরা দেশের ঐক্য, অখণ্ডতা এবং উন্নয়নের জন্য নিজেদের উৎসর্গ করি।”

 

[আরও পড়ুন: কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে পুণ্যার্থীর ঢল, ভিড়ে ঠাসা বেলুড় মঠও]

বছর শেষে মাকে হারিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবু নিজের কর্তব্যে অবিচল থেকেছেন প্রধানমন্ত্রী। নববর্ষের শুরুতেও দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না মোদি। টুইটারে লিখলেন, “দারুন হোক ২০২৩। নতুন বছর আশা, আনন্দ ও প্রচুর সাফল্যে পরিপূর্ণ হোক নতুন বছর। সকলে সুস্থ থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হোন।”

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছার ছবি। তাতে লেখা হয়েছে, “নতুন বছরে আনন্দ, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হোক সকলের জীবন।”

 

[আরও পড়ুন: বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজে বাধা, হলদিয়ার গ্রামবাসীদের প্রতিবাদে ফিরল কেন্দ্রীয় বাহিনী]

শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে পোস্ট করা ছবিতে লেখা হয়েছে, “নতুন বছরে পা দিয়েছি আমরা। তার আগে পুরনো বছরকে মনে রাখি ও কৃতজ্ঞ থাকি। গত বছরের মতো আপনার এই বছরটিও সুখ, সমৃদ্ধি ও সাফল্যে ভরে উঠুক।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement