সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এক সঙ্গে ৪৬ জন ইউএম অ্যাটর্নিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ যার মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রীত ভারারার নামও৷ প্রশাসনের তরফে অবশ্য বলা হয়েছে বদলের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সাম্য আনতেই এই সিদ্ধান্ত৷
মার্কিন প্রশাসনে এতদিন মোট ৯৩ জন অ্যাটর্নি ছিলেন৷ তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রীত ভারারাও৷ বারাক ওবামার পছন্দের এই অ্যাটর্নিকে মনোনয়ন দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট নিজেই৷ কিন্তু সম্প্রতি যে ৪৬ জনকে অবিলম্বে ইস্তফা দিতে বলা হয়েছে তার মধ্যে রয়েছেন ভারারাও৷ ৯৩ জন অ্যাটর্নির মধ্যে ইতিমধ্যে অনেকেই ইস্তফা দিয়েছেন৷ তবে যাঁরা দেননি তাঁদেরও সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর মধ্যে ভারারা ছাড়াও রয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস৷ বিচার বিভাগের মুখপাত্র সারাহ ইসগার জানিয়েছেন, গোটা বদল প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তরফে বলা হয়েছে, অতীতে জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন যখন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন তখনও একইভাবে পূর্বতন অ্যাটর্নিদের ইস্তফা দিতে বলা হয়েছিল৷
প্রীত ভারারাকে ২০০৯ সালে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি হিসাবে নিযুক্ত করেছিলেন বারাক ওবামা। গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে যান ভারারা৷ অভিনন্দন জানান তাঁকে৷ তখন শোনা গিয়েছিল ভারারাকে তাঁর পদে থাকার জন্য অনুরোধ করেছেন ট্রাম্প৷ দেশে এবং বিদেশে অজস্র গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী ছিলেন ভারারা৷ বহু কূটনীতিককে সাজা পাইয়ে ‘ত্রুসেডর প্রোসিকিউটার’ তকমাও পেয়েছিলেন তিনি৷ ওল্ডম্যান স্যাকসের ভারতীয় বংশোদ্ভূত কর্তা রজত শর্মার বিরুদ্ধে ২০১২ সালে আইনি লড়াইয়ে অ্যাটর্নি ছিলেন প্রীত ভারারা৷ এতগুলি গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ভারারাকে সরানো হবে না বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা৷ কিন্তু নিউ ইয়র্কের সেনেটর চার্লস শুমার জানিয়েছেন, সকলকেই অবিলম্বে পদ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে৷
The post হঠকারি ডোনাল্ড ট্রাম্প! তাঁর নির্দেশে পদচ্যুত ৪৬ জন অ্যাটর্নি appeared first on Sangbad Pratidin.