shono
Advertisement

সর্বসম্মতিতেই বিরোধীপক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হবে: মমতা

রাজধানীতেও নাম না করে মোদি সরকারকে বিঁধলেন তৃণমূল নেত্রী৷ The post সর্বসম্মতিতেই বিরোধীপক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হবে: মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM May 16, 2017Updated: 01:32 PM May 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেল বিরোধী শিবিরে৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধীপক্ষের থেকে সর্বসম্মতিক্রমেই রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি৷

Advertisement

[কালিকাপ্রসাদের মৃত্যুর ঘটনায় জামিন মঞ্জুর গাড়ির চালকের]

এদিন ১০ জনপথে বৈঠক সেরেই সাংবাদিকদের সামনে এসে মমতা বলেন, দুই দলের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়েছে৷ পরে যাতে যোগ দিয়েছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীও৷ প্রত্যাশামতোই কথা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে৷ মঙ্গলবারের আলোচনায় কোনও নাম ঠিক হয়নি৷ তবে বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে যাঁর নামই প্রস্তাবিত হবে, তা হবে সকলের সম্মতি নিয়েই৷ এ নিয়ে আগামী এক সপ্তাহ বা দিন দশেকের মধ্যেই ফের বৈঠক হতে পারে বলে জানান মমতা৷ জানা গিয়েছে, সেখানে অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করতে পারে৷

এদিন নাম না নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেন তৃণমূল নেত্রী৷ তাঁর মতে রাজনৈতিক লড়াই রাজনীতির ময়দানেই হওয়া উচিত৷ ব্যক্তিগত আক্রমণ করে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করা উচিত নয়৷ পরোক্ষে ফের শাসকদলের সিবিআই ও ইডির মতো সংস্থাকে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি৷ কখনও লালুপ্রসাদ যাদব, মায়াবতী, অখিলেশ যাদব, নবীন পট্টনায়েক তো  কখনও চিদম্বরম, কেজরিওয়ালকে নিশানা করা হচ্ছে। এই কাজ শোভনীয় নয় বলেই এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

[‘দিলীপের রাতের সঙ্গিনী লকেট’, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক]

বৈঠকে রাজনৈতিক আলোচনা হলেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শারীরিক অসুস্থতার খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জোট ভেঙে গেলেও গান্ধী পরিবারের সঙ্গে হামেশা ব্যক্তিগত নৈকট্য রয়েছে তাঁর৷ আর জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতিতেও এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

[বুধবারই বরখাস্ত হতে চলেছেন বরকতি!]

The post সর্বসম্মতিতেই বিরোধীপক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হবে: মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার