সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির থেকে সমুদ্রতলে কৃষ্ণের দ্বারকা নগর, মন্দির উদ্বোধনে ভারতের মাটি ছাড়িয়ে প্রধানমন্ত্রী উড়ে গিয়েছেন আরব দেশেও। আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দুত্বই যে বিজেপির (BJP) প্রধান অস্ত্র হতে চলেছে তা বুঝতে অসুবিধা হয় না। তবে যাঁকে ‘লিডার’ হিসেবে মেনে নির্বাচনী যুদ্ধে নেমে পড়েছে বিজেপি ব্যাটেলিয়ান, সেই নরেন্দ্র মোদি (Narendra Modi) নাকি হিন্দুই নন! চাঞ্চল্যকর এমনই দাবি করলেন, আরজেডির (RJD) প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। রবিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদি হিন্দু নন।”
এদিন পাটনায় ইন্ডিয়া (INDIA) জোটের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন লালু। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। বলেন, “নরেন্দ্র মোদি আজ-কাল পরিবারবাদ নিয়ে বিরোধীদের আক্রমণ শানাচ্ছেন। উনি দাবি করছেন, বিরোধীরা পরিবারের জন্য লড়ছেন।” এর পরই মোদির উদ্দেশে লালুর কটাক্ষ, “আপনার তো পরিবারই নেই। আপনি হিন্দুও নন।”
[আরও পড়ুন: আমেঠি-রায়বরেলিতে চাই গান্ধীদেরই, কংগ্রেসের উপর চাপ বাড়াচ্ছে জোটসঙ্গীরা]
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে লালু আরও বলেন, “প্রতিটি হিন্দু মায়ের মৃত্যুর পর মাতৃশোকে চুল, দাড়ি কেটে ফেলেন। আপনি বলুন, আপনার মায়ের মৃত্যুর পর আপনি কেন তা করেননি? রাম-রহিমকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে দেশে ঘৃণা ছড়াচ্ছেন।” বলাবাহুল্য লোকসভা নির্বাচনের আগে লালুর এহেন মন্তব্যে রীতিমতো শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
[আরও পড়ুন: ‘দরজা এখনও খোলা’, শেষবেলায় তৃণমূলকে জোটে টানার মরিয়া চেষ্টা কংগ্রেসের]
শুধু নরেন্দ্র মোদিকে নিশানা করেই খান্ত হননি লালু প্রসাদ। আক্রমণ শানিয়েছেন আরজেডির সঙ্গ ছেড়ে সদ্য এনডিএ’র হাত ধরা জেডিইউ প্রধান নীতীশ কুমারকেও। এদিনের সভা থেকে চেনা সুরে নীতীশকে ‘পাল্টুরাম’ বলে কটাক্ষ করেন।