সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে দুর্নীতি রুখতে করব্যবস্থা সরলীকরণ করা হয়েছে। সাধারণ মানুষের করব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য ‘ফেসলেস’ পদ্ধতি চালু হয়েছে। এখন থেকে করদাতাদের সঙ্গে আয়কর অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থাও নেই। এমনকি, কর্রোপেট কর নিয়েও বর্তমান সরকার যেভাবে ভাবছে, আগে তেমন কেউ ভাবেনি। যে কারণে আর্থিক দুর্নীতি কমবে, সেটাই মনে করা যায়।
শুক্রবার নয়াদিল্লিতে অ্যাসোচেমের বৈঠকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে মোদি যখন অ্যাসোচেমের মঞ্চে তখনই, আগামী ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী মোদির ওপর পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা করতে পারে বলে সতর্ক করল গোয়েন্দা দফতর। সভায় দিল্লির অবৈধ কলোনিগুলিকে নির্দিষ্ট নিয়মের আওতায় আনার বিষয়ে জোর দেওয়া হবে। এই সমাবেশকেই পাক সন্ত্রাসবাদীরা টার্গেট করেছে বলে স্পেশাল প্রটেকশন গ্রুপ এবং দিল্লি পুলিশকে জানিয়েছে গোয়েন্দা দপ্তর।
[আরও পড়ুন: দেশে এখনই NRC নয়, কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণায় বিতর্ক]
আগামী বছরে আইএমএফ ভারতের বরাদ্দ কমাতে পারে, এই খবর ছড়াতেই সকলে তাকিয়ে ছিল মোদির শুক্রবারের অ্যাসোচেম বৈঠকের দিকে। এদিন মোদি জানান, ২০১৪ সালের আগে যেভাবে দেশ চলত, তাতে অনেক ক্ষতি হয়েছে। পরে এখন জিএসটি চালু করায় দেশের অর্থনীতির গতি ধীর হলেও ভবিষ্যতে দেশের উন্নতিই হবে। চলতি বছরের বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে ভারত।
প্রধানমন্ত্রী মোদি জানান, সেদিকেই এগোচ্ছে ভারত। যে কারণে, ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর চেষ্টা হচ্ছে। ২০১৪-র আগে ব্যাংকিং পরিষেবার অবস্থা বেহাল ছিল। এখন ব্যাংকগুলো নতুন করে নেটওর্য়াক বাড়াচ্ছে। অ্যাসোচেমের মঞ্চে দাঁড়িয়ে দেশবাসীর প্রতি তাঁর আবেদন, ‘মন খুলে সিদ্ধান্ত নিন। আগামীর বিনিয়োগ করুন। খরচও করুন মন খুলে।’ এই চলতি বাজেটে কর্পোরেট কর সর্বনিম্ন করা হয়েছে। যেটা আগে সেভাবে কেউ ভাবেননি। এছাড়াও এফডিআই ও স্টার্ট আপে ইকো সিস্টেম নিয়েও কথা বলেছেন নরেন্দ্র মোদি। এত কাজের পরও কেন্দ্রের সমালোচনা করা হচ্ছে। কেন্দ্রের অফিসারেরা তৃর্ণমূল স্তরে গিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় একশো কোটি মানুষ বাড়ির ছাদ পাবেন। তিনি আরও বলেন, ‘‘ষাট মাসে ষাট কোটি মানুষের জন্য শৌচালয় তৈরি করার কাজ হয়েছে। তিন কোটি রান্নার গ্যাস সংযোগ পেয়েছেন। দেশে বেড়েছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ।’’
The post ‘দুর্নীতি রুখতে কর কাঠামো আরও সরল’, অ্যাসোচেমের সভায় বললেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.