shono
Advertisement

Breaking News

অভিযোগ উড়িয়ে রাহুল গান্ধীকে নিয়ে ‘রসিকতা’করলেন মোদি

'একজন নেতা সদ্য ভাষণ দিতে শিখেছেন!' The post অভিযোগ উড়িয়ে রাহুল গান্ধীকে নিয়ে ‘রসিকতা’ করলেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:07 PM Dec 22, 2016Updated: 12:37 PM Dec 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চ তৈরিই ছিল৷ জানা ছিল, এই মঞ্চ থেকেই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর অভিযোগের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হলও তাই! নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে রাহুল গান্ধীকে নিশানা করে একের পর এক বাক্যবাণ ছুঁড়লেন মোদি৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মোদির ভাষণের নির্বাচিত কিছু অংশ রইল এই প্রতিবেদনে-

Advertisement

১. একজন যুবনেতা রয়েছেন, যিনি এখনও ভাষণ দেওয়া শিখছেন৷ যেদিন থেকে উনি কথা বলতে শিখেছেন, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি৷

২. উনি মুখ না খুললেই বরং ভূমিকম্প হত৷ সেই ভূমিকম্পের ধাক্কা দেশকে আগামী ১০ বছর ধরে সামলাতে হত৷ আমরা সবাই এখন বুঝতে পেরেছি, কী বিষয়ে মুখ খুলে উনি ভূমিকম্প ঘটাতে চেয়েছিলেন৷

৩. আরেকজন (মনমোহন সিং) বলছেন, দেশের ৫০ শতাংশ মানুষই গরিব৷ তাঁরা প্রযুক্তির সুফল পাবে কী ভাবে? আমি বলি, আপনাদের সময় যখন এত উন্নয়ন হয়েছিল, তাহলে এত মানুষ গরিব রয়ে গেলেন কী ভাবে?

৪. ২০০৯-এ জানা যেত না কার পকেটে কী রয়েছে৷ এখন বোঝা যাচ্ছে কী রয়েছে পকেটের ভিতর৷

৫. পাকিস্তান কী করে জঙ্গিদের ভারতে ঢোকায়? ওরা সীমান্তে কভার ফায়ার শুরু করে, ভারতীয় সেনাও প্রত্যুত্তর দিতে ব্যস্ত হয়ে যায়৷ সেই সুযোগে জঙ্গিরা চুপিসারে ভারতে ঢুকে আসে৷

৬. কারও কালো ধন প্রকাশ্যে চলে আসছে, আবার কারও কালো মন!

৭. দেশের সেনা প্রাণ হাতের মুঠোয় নিয়ে পাকিস্তানে গিয়ে বেঁচে ফিরে আসে৷ কিন্তু কিছু লোকের এতেও আপত্তি রয়েছে৷

৮. কখনও ভাবিনি, যে কয়েকজন নেতা বেইমানদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে পড়বেন৷

৯. আবর্জনার স্তুপের পাশ দিয়ে হেঁটে গেলে আপনার নাকেও দুর্গন্ধ এসে লাগবে৷

১০. আজকাল দেশে সাফাই অভিযান চলছে৷

১১. ডাক্তারের ওষুধ ধীরে ধীরে কাজ করছে৷ প্রযুক্তির ব্যবহারও বাড়ছে৷

১২. বারাণসীতে একটা ক্যানসার ইনস্টিটিউট খোলা হবে না কেন? এখানকার রোগীদের দূরে যেতে হবে কেন?

The post অভিযোগ উড়িয়ে রাহুল গান্ধীকে নিয়ে ‘রসিকতা’ করলেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement