সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগেই আরও একটি অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস হতে চলেছে। নতুন এই ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে। বারাণসী আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা।
আজ, শনিবার দুপুর দেড়টা নাগাদ নতুন এই স্টেডিয়ামের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী। সুনীল গাভাসকর, কপিল দেব, শচীন তেন্ডুলকর, রবি শাস্ত্রীর মতো তারকা ক্রিকেটারদের অনুষ্ঠানে থাকার সম্ভাবনা রয়েছে বলেই খবর। স্টেডিয়ামটি তৈরি হতে সময় লাগবে প্রায় আড়াই বছর। খরচ হতে পারে ৪৫০ কোটি টাকা।
আগামী দিনে বারাণসী ঘুরতে আসা পর্যটকদের কাছে এই স্টেডিয়ামও হবে এক বিশেষ দর্শনীয় স্থান। শুধু তাই নয়, স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক। সেক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে যথেষ্টই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, বারাণসীতে তৈরি হতে চলে সেই স্টেডিয়ামের ছবি।
যা দূর থেকে দেখলে মনে হবে, মহাদেবের মাথায় থাকা অর্ধচন্দ্রটিকে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে ওই স্টেডিয়ামের আকৃতিই ওমন। সেইসঙ্গে রয়েছে ত্রিশূল আকৃতির ফ্ল্যাডলাইট। প্রবেশদ্বারেও রয়েছে মহাদেবের চিহ্ন। সেগুলি দেখতে হুবহু বেলপাতার মতো। এখানেই শেষ নয়। কর্তৃপক্ষের দাবি এই স্টেডিয়ামের দর্শকাসনও হবে গঙ্গার ঘাটের মতো। শিব পুজোয় অন্যতম উপাদান এই গঙ্গাপুজো।
সেইসঙ্গে কাশীধামের জনপ্রিয়তার আরও এক কারণ একাধিক ঘাট। প্রতিদিন সেখানে হাজারো ভক্ত ভিড় জমান গঙ্গারতি দেখার উদ্দেশ্য নিয়ে। সেই ঘাটের কথা মাথায় রেখেই বিশেষ আকৃতির দর্শকাসন তৈরির কথা ভাবা হয়েছে। এছাড়াও থাকবে এক বিশাল ডমরু।