shono
Advertisement

চুপিসারে বিয়ে সেরে ফেললেন পৃথ্বী? প্রেমদিবসে পোস্ট করলেন ‘স্ত্রী’কে চুমুর ছবিও! তুঙ্গে চর্চা

ভাইরাল হওয়া ছবি নিয়ে কী জানালেন ভারতীয় ব্যাটার?
Posted: 02:45 PM Feb 14, 2023Updated: 02:45 PM Feb 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমদিবসে ধুমধাম করে ফের নিজের স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচকেই বিয়ে করছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। এ খবর ইতিমধ্যেই জেনে ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন পৃথ্বী শ’ও! ভ্য়ালেন্টাইনস ডে-তে এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ল। ব্যাপারটা কী?

Advertisement

তাহলে একটু খোলসা করে বলা যাক। আসলে প্রেমদিবসে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। যেটি দেখে মনে হচ্ছে ভারতীয় ব্যাটার পৃথ্বী শয়ের ইনস্টাগ্রাম স্টোরির ছবি। সেখানেই দেখা যাচ্ছে, নিজের ‘প্রেমিকা’ নিধি তপদিয়ার সঙ্গে রোম্যান্টিক মুডে পৃথ্বী (Prithvi Shaw)। ঠোঁটের ইঙ্গিতে একে অপরকে চুমু ছুঁড়ে দিচ্ছেন তাঁরা। সেই ছবির নিচেই লেখা, “হ্যাপি ভ্যালেন্টাইনস ডে ওয়াইফি।” অর্থাৎ নিধিকে ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করেই তাঁকে প্রেমদিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ব্যাটার। আর এই ছবি নিয়েই তৈরি হয়েছে যাবতীয় জল্পনা।

[আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে’র আগে দাবি মতো ১৫ হাজার টাকা দেননি স্বামী, রাগে এ কী করলেন স্ত্রী!]

অনেকেই বলাবলি করতে শুরু করেছেন, অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক হয়তো লোকচক্ষুর আড়ালেই সাত পাকে বাঁধা পড়েছেন। যাঁর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। যদিও এ নিয়ে সাফাই দিয়েছেন পৃথ্বী।

ইনস্টাগ্রাম পোস্টে ২৩ বছরের ব্যাটার জানিয়েছেন, পুরো বিষয়টিই ভিত্তিহীন। নিধির সঙ্গে কেন, এখনও কাউকেই বিয়ে করেননি তিনি। পৃথ্বী লেখেন, “আমার ছবিটাকে এডিট করে এই পোস্টটি তৈরি করা হয়েছে। আমি আমার স্টোরি কিংবা পেজে এমন কোনও ছবি আপলোড করিনি। তাই দয়া করে বিষয়টি এড়িয়ে চলুন।”

[আরও পড়ুন: রীতি বহির্ভূত কাজ করলে প্রতিক্রিয়ার ভাষা বদলাবে, রাজ্যপাল নিয়ে অবস্থান বদলের ইঙ্গিত তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement