'জংলি বিল্লি' প্রিয়াঙ্কা, নয়া লুকে মাতালেন নেটপাড়া, ছবি দেখে কী বলছেন নিক জোনাস?
'দেশি গার্ল'-এর এই সাজের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।
Tap to expand
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য। এবার নৈশভোজের আসরে অভিনেত্রী যেন ক্যামেরার সামনে ধরা দিলেন 'জংলি বিল্লি' মুডে।
Tap to expand
শাহরুখ খানের সঙ্গে 'ডন' সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। সেই থেকেই এই 'জংলি বিল্লি' খেতাব তাঁর সঙ্গী। স্ত্রীর নয়া লুকে মুগ্ধ নিক জোনাস। দিয়েছেন ভালোবাসার ইমোজি।
Tap to expand
প্রিয়াঙ্কার এই সাজ আসলে নিউ ইয়র্কের অ্যানুয়াল কেয়ারিং ফর উইমেন ডিনারের জন্য। সেখানে কিম কার্দাশিয়ান, জেসিকা চেস্টেইনের মতো হলিউডের নায়িকারাও উপস্থিত ছিলেন।
Tap to expand
এবারের নৈশভোজের মূল আয়োজক ছিলেন সালমা হায়েক। প্রিয়াঙ্কা কো-হোস্টের দায়িত্ব পালন করেন। হলিউডের বন্ধুদের সঙ্গে বেশ খোশমেজাজে সময় কাটিয়েছেন 'দেশি গার্ল'।
Tap to expand
আড্ডার ফাঁকেই অস্কারজয়ী অভিনেত্রী জুলিঅ্যান মুর এবং 'বার্ডম্যান' খ্যাত নাওমি ওয়াটসের সঙ্গে পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা। তিন সুন্দরীকে এক ফ্রেমে দেখে মুগ্ধ অনুরাগীরা।
Tap to expand
বলিউড ছেড়ে এখন হলিউডেই মন দিয়েছেন প্রিয়াঙ্কা। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে ফ্র্যাঙ্ক ফ্লাওয়ার পরিচালিত 'দ্য ব্লাফ' সিনেমায়। আগস্ট মাসেই শেষ হয়েছে ছবির শুটিং। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 03:20 PM Sep 11, 2024Updated: 03:20 PM Sep 11, 2024
'দেশি গার্ল'-এর এই সাজের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।