সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল নয়, প্রিয়াঙ্কা গান্ধীতেই আস্থা রাখছে কংগ্রেস (Congress)। উত্তরপ্রদেশের দলের দায়িত্ব আগেই পেয়েছেন তিনি। এবার প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) নেতৃত্বেই এবার একা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের পথে হাঁটছে শতাব্দি প্রাচীন দলটি।
গতবারের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ধরাশায়ী হয়েছিল কংগ্রেস-সপা-বসপার মহাজোট। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচন হোক কিংবা সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচন কোথাও দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস। যার জেরে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছে শীর্ষ নেতৃত্বকে। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কার উপর ভরসা রাখতে চাইছে কংগ্রেস।
[আরও পড়ুন : ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি বসানোর আবেদন, অনলাইন পিটিশনে সাড়া নেটিজেনদের]
কংগ্রেস-সমাজবাদি পার্টির হাত আগেই ছেড়েছে বিএসপি। দিন কয়েক আগে কংগ্রেসের মতো বড় দলের বদলে আঞ্চলিক দলের সঙ্গে জোট করার ইঙ্গিত দিয়েছে সপা নেতা অখিলেশ যাদব। এরপরই একলা চলরে মন্ত্র নিল কংগ্রেসও। আর সেই লড়াইয়ে নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্কা গান্ধী বলে খবর। কংগ্রেস সূত্রে দাবি, সাম্প্রতিক বিহার-সহ একাধিক নির্বাচনের ফলাফলের পর রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যেও তাঁকে নিয়ে ক্ষোভ রয়েছে। অগত্যা প্রিয়াঙ্কার উপর ভরসা রাখছে দল। নির্বাচনের ১৮ মাস আগেই লখনউতে তিনি ঘাঁটি গাড়বেন বলে খবর। তবে খোদ উত্তরপ্রদেশেই তাঁর বিরুদ্ধেও ক্ষোভ কম নেই।
উত্তরপ্রদেশের দায়িত্ব নেওয়ার পর ৭টি আসনে উপনির্বাচন হল সে রাজ্যে। তার মধ্যে ৬টিতে বিজেপি ও ১টিতে সপার প্রার্থী জিতেছে। আশার কথা হল, দুটি আসনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। দলীয় কর্মীদের অভিযোগ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন ৭ জন প্রার্থীর জন্যই সভা করেছেন, সেখানে প্রিয়াঙ্কা বা রাহুল গান্ধীকে একটি সভাতেও দেখা যায়নি। এবার ২০১৯ সালের শেষে রাজ্য কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর মাত্র দু’বার দলীয় কার্যালয়ে এসেছেন তিনি। তবে সেসব পিছনে ফেলে এবার প্রিয়াঙ্কার নেতৃত্বে উত্তরপ্রদেশ দখলের পথে হাঁটতে চাইছে কংগ্রেস। ভারতীয় রাজনীতিতে একটা প্রবাদ চালু আছে, দিল্লির মসনদের রাস্তা উত্তরপ্রদেশ হয়েই যায়। তাই ২০২৪-এর লোকসভার আগে এটা প্রিয়াঙ্কার লিটমাস টেস্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।