shono
Advertisement

Breaking News

Amritpal Singh

মাদক পাচারের চেষ্টা! হাতেনাতে গ্রেপ্তার 'খলিস্তানি' সাংসদ অমৃতপাল সিংয়ের ভাই

ছেলের গ্রেপ্তারির পিছনে রাষ্ট্রের ষড়যন্ত্র দেখছেন হরপ্রীতের বাবা।
Published By: Amit Kumar DasPosted: 02:40 PM Jul 12, 2024Updated: 03:11 PM Jul 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক-সহ হাতেনাতে গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি তথা সাংসদ অমৃতপাল সিংয়ের ভাই! জানা গিয়েছে, পাঞ্জাবের জলন্ধরে রাস্তায় নাকা চেকিং চলাকালীন অমৃতপালের ভাই হরপ্রীত সিংয়ের গাড়ি থেকে পাওয়া যায় মাদক। অভিযুক্ত নিজেও নেশাগ্রস্ত ছিল। এই ঘটনায় হরপ্রীত-সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মাদক-সহ হরপ্রীতকে গ্রেপ্তারের পর জলন্ধর পুলিশের এসএসপি অঙ্কুর গুপ্তা ও ডিএসপি সর্বণজিৎ সিং বলেন, হরপ্রীত সিংয়ের কাছ থেকে ৪ গ্রাম 'আইস ড্রাগ' পাওয়া গিয়েছে। যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই সময়ে সে নিজেও মাদকাসক্ত ছিল। হরপ্রীতের সঙ্গে তাঁর আরও দুই সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই ৩ জন লুধিয়ানার সন্দীপ আরোড়া থেকে এই আইস ড্রাগ নিয়ে আসছিল। ফিল্লৌর হাইওয়ের উপর নাকা চেকিং চলাকালীন তাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় সেই সময় উদ্ধার হয় ওই মাদক। পুলিশের তরফে গোটা ঘটনার ভিডিওগ্রাফিও করা হয়েছে।

[আরও পড়ুন: পেগ‌াস‌াসের মতো ভারতে হামলার আশঙ্কা! সতর্কবার্তা অ‌্যাপলের]

যদিও এই গ্রেপ্তারির পিছনে রাষ্ট্র নিয়ন্ত্রিত ষড়যন্ত্র দেখছে হরপ্রীতের পরিবার। তাঁর পিতা তরসেম সিং বলেন, 'সোশাল মিডিয়ার দৌলতে ছেলের গ্রেপ্তারির কথা জানতে পারি আমি। এই গোটা ঘটনা রাষ্ট্রের ষড়যন্ত্র। আমাদের গোটা পরিবারকে শেষ করে দিতেই এটা করা হচ্ছে। আমার ছেলেকে (অমৃতপাল) মিথ্যে মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠানোর পরও জেল থেকে সাংসদ হয়েছে সে। এটা এই সরকার সহ্য করতে পারছে না তাই অন্যায়ভাবে পরিবারের উপর আক্রমণ চালানো হচ্ছে। যেখানে সরকারের উচিত নেশামুক্ত রাজ্য গড়া, সেখানে মিথ্যা মামলায় একজন নিরপরাধকে ফাঁসানো হচ্ছে।'

[আরও পড়ুন: ‘৯০ দিন ভুগতে হয়েছে’, কেজরিকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের, তবে এখনই নয় জেলমুক্তি]

উল্লেখ্য, জাতীয় সুরক্ষা মামলায় গ্রেপ্তারির পর অসমের ডিব্রগড়ে জেলে বন্দি পাঞ্জাবের খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। জেলবন্দী অবস্থাতেই খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়ে সাংসদ হয়েছেন তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর আদালতের নির্দেশে ৪ দিনের প্যারোলে মুক্তি পেয়ে শপথও নিয়েছেন অমৃতপাল। জানা যায়, পাঞ্জাবে দীর্ঘদিন ধরে নেশামুক্তি কেন্দ্র চালাতেন এই অভিযুক্ত। এবার মাদক-সহ গ্রেপ্তার তাঁরই ভাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাদক-সহ হাতেনাতে গ্রেপ্তার খালিস্তানি জঙ্গি তথা সাংসদ অমৃতপাল সিংয়ের ভাই!
  • পাঞ্জাবের জলন্ধরে রাস্তায় নাকা চেকিং চলাকালীন অমৃতপালের ভাই হরপ্রীত সিংয়ের গাড়ি থেকে পাওয়া যায় মাদক।
  • এই ঘটনায় হরপ্রীত-সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement