shono
Advertisement

Breaking News

গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

তাঁদের দেশের বাইরে ফেলে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি৷ The post গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Mar 01, 2017Updated: 09:46 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নয়, তাঁর বাবার মৃত্যু হয়েছে যুদ্ধে৷ বলেছিলেন কার্গিল শহিদ-কন্যা গুরমেহর কৌর৷ তা নিয়ে বিস্তর ঝড় বয়ে গিয়েছে রাজধানীর মাটিতে৷ সে হাওয়া লেগেছে গোটা দেশেই৷ আবার তাতে নতুন মাত্রা যোগ করলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷ জানালেন, গুরমেহরকে যাঁরা সমর্থন করছেন তাঁরা পাকিস্তানের পক্ষে৷ তাঁদের দেশের বাইরে ফেলে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি৷

Advertisement

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

গুরমেহর কৌরের বক্তব্য নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র কর্মকাণ্ডের প্রতিবাদ করেই শহিদ কন্যা মন্তব্য করেন৷ কিন্তু তাঁর মন্তব্য নিয়ে চলতে থাকে পাল্টা কাটাছেঁড়া৷ বীরেন্দ্র শেহবাগ থেকে শুরু করে রণদীপ হুডা, যোগেশ্বর দত্ত থেকে ববিতা ফোগট-সকলেই এ নিয়ে মশকরা করেছেন৷ পরিস্থিতি উল্টোদিকে যাচ্ছে দেখে আজ পাল্টা টুইট করেন শেহবাগ৷ জানিয়ে দেন, গুরমেহরকে কোনওভাবে খাটো করেননি তিনি৷ গুরমেহরের সমর্থনেই মন্তব্য করেন গৌতম গম্ভীর ও বিদ্যা বালানও৷ কিন্তু এই পরিস্থিতিতে বিস্ফোরক হলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷ সাফ জানালেন গুরমেহরের সমর্থনকারীরা আসলে পাকিস্তানের পক্ষে৷ তাঁর মতে এবিভিপি-র বিরুদ্ধে গিয়ে গুরমেহরের আন্দোলনকে যাঁরা সমর্থন করছেন, তাঁরা আসলে পাকিস্তানেরই সমর্থনকারী৷ তাঁদের দেশের বাইরে ছুড়ে ফেলা উচিত বলেও টুইট করেন তিনি৷

কয়েকটি সায়ানাইড ক্যাপসুলই পাল্টে দিয়েছিল ভারতের ইতিহাস!

মন্ত্রীর এই মন্তব্যের পর এই বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে৷ ইতিমধ্যেই আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গুরমেহর৷ শেহবাগের পাল্টা টুইটের পর সোশ্যাল মিডিয়াও অনেকটা নিরুত্তাপ৷ একে একে অনেকেই বাক স্বাধীনতার পক্ষে গিয়ে গুরমেহরের পাশেই দাঁড়াচ্ছেন৷ ঠিক সেই পরিস্থিতিতে মন্ত্রীর এই মত বাড়িয়ে দিল বিতর্কের মাত্রা, এমনটাই মত অনেকের৷

কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই

The post গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement