shono
Advertisement

কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিপাকে হিরো মোটোকর্প, সংস্থার ২৫টি ঠিকানায় আয়কর হানা

এত বড় সংস্থায় কর ফাঁকির অভিযোগ।
Posted: 02:45 PM Mar 23, 2022Updated: 04:14 PM Mar 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ। বিপাকে দেশের সবচেয়ে বড় টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা হিরো মোটোকর্প (Hero Motocorp)। সংস্থার কর্ণধার পবন মুঞ্জল-সহ সংস্থার মোট ২৫টি ঠিকানায় হানা দিয়ে তল্লাশি চালালেন আয়কর বিভাগের কর্মীরা।

Advertisement

আয়কর বিভাগ সূত্রের খবর, হিরো মোটোকর্পের মোট ২৫টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হয়েছে। নাম জানাতে অনিচ্ছুক আয়কর বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, সংস্থার মূল অফিসের পাশাপাশি চেয়ারম্যান পবন মুঞ্জল-সহ (Pawan Munjal) হিরো মোটোকর্পের শীর্ষ আধিকারিকদের বাসভবনেও তল্লাশি চালানো হচ্ছে। দিল্লি, গুরুগ্রাম-সহ উত্তর ভারতে সংস্থার বিভিন্ন কারখানায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু ঠিক কী কারণে তল্লাশি তা নিয়ে সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেয়নি আয়কর বিভাগ।

[আরও পড়ুন: ‘আগামিকালই রামপুরহাট যাব, দোষীরা ছাড়া পাবে না’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর]

তবে আয়কর বিভাগ সূত্রের খবর, হিরো মোটোকর্পের দিকে বেশ কিছুদিন ধরেই নজর রয়েছে আয়কর বিভাগের (IT Dept)। সংস্থার রোজগার এবং প্রদেয় করের হিসাবে গড়মিলের অভিযোগ রয়েছে। যদিও হিরোর তরফে সরকারিভাবে এখনও এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু সংস্থার নীরবতা তাদের জন্য বিপদ বয়ে আনছে। ইতিমধ্যেই শেয়ার বাজারে এই আয়কর হানার প্রভাব পড়েছে। দেড় শতাংশ কমে গিয়েছে হিরো মোটোকর্পের শেয়ারের দাম।

[আরও পড়ুন: রামপুরহাট যাওয়ার পথে শক্তিগড়ে ল্যাংচার দোকানে দাঁড়াল বিজেপির বাস! তীব্র কটাক্ষ মমতার]

উল্লেখ্য, পবন মুঞ্জলের হাতে তৈরি হিরো মোটোকর্প এই মুহূর্তে দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা। এই মুহূর্তে এশিয়া, আফ্রিকা (South Africa) এবং আমেরিকা মিলিয়ে মোট ৪০টি দেশে সংস্থার বাইক তৈরির কারখানা আছে। ২০০১ সালে হিরো মোটোকর্প বিশ্বের সর্ববৃহৎ টু-হুইলার প্রস্তুতকারী হিসাবে উঠে এসেছিল। সেবছর গোটা বিশ্বে প্রায় ১০ কোটি বাইক বিক্রি করেছিল সংস্থাটি। এ হেন সংস্থায় কর ফাঁকির অভিযোগ এককথায় বেনজির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement