সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল টুপি, লাল জামা। যেন ছোট্ট সান্তাক্লজ। অবাক চোখে দেখছে নিজের চারপাশটা। দেওয়ালে টাঙানো ছবির পোস্টার। অসংখ্য পুরস্কার-অ্যাওয়ার্ড। আর যে মানুষটা তাঁকে কোলে নিয়ে রয়েছেন, তাঁকে বাংলা সিনেমার অনুরাগীরা ভালোবেসে বলেন 'মিস্টার ইন্ডাস্ট্রি', প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু সুপারস্টারের কোলে বিরাজমান এই খুদে কে?
মিষ্টি এই শিশু দুর্নিবার ও মোহরের আদরের ছেলে ধিয়ান। মোহর প্রসেনজিতের আপ্ত-সহায়ক গত বছরের মার্চ মাসে মোহরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার। বিয়ের আট মাসের মাথাতেই সুখবর দেন শিল্পী। দেবীপক্ষের পয়লা দিনে ফেসবুক পোস্টে লেখেন- “আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, একটা ছোট্ট চমৎকার আসছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘুমোতে ঘুমোতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আর এবার সেটাই করব, যেটা আমরা চেয়ে এসেছি।”
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ধিয়ানের জন্মের খবর জানান মোহর-দুর্নিবার। সোশাল মিডিয়ায় লেখেন, “আমরা ভাবতেই পারিনি যে একটা কান্নার শব্দ এভাবে আমাদের মুখে হাসি নিয়ে আসবে। ছেলে হয়েছে।”
মোহর-দুর্নিবারের পাশাপাশি প্রসেনজিতেরও নয়নের মণি ধিয়ান। সুপারস্টার যখনই তাঁকে কাছে পান, আদরে ভরিয়ে দেন। ধিয়ানকে কোলে তুলে ঘুরতে থাকেন। ঠিক যেমন ক্রিসমাস ইভে ঘুরছিলেন। কখনও তাঁর সঙ্গে খেলা করছিলেন, কখনও তাকে 'মিশর রহস্য'র পোস্টার দেখাচ্ছিলেন, আবার কখনও আদুরে চুমুতে ভরিয়ে দিচ্ছেন নিজের ছোট্ট সান্তাক্লজকে। আর ভিডিও শেয়ার করে লিখেছেন, 'আমার ছোট্ট সান্তা।'