shono
Advertisement

যৌনতার বিনিময়ে সিদ্ধ ডিম, যৌনকর্মীর মার খদ্দেরকে

রক্তাক্ত অবস্থায় যুবকটির বক্তব্য, মারার কী দরকার ছিল, স্রেফ না বললেই পারত! The post যৌনতার বিনিময়ে সিদ্ধ ডিম, যৌনকর্মীর মার খদ্দেরকে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:10 AM Nov 23, 2016Updated: 06:15 PM Jun 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে পয়সা নেই৷ কিন্তু শরীরে কামনা ষোলআনা৷ আর তা মেটাতে এক যুবক যা করল তা নজিরবিহীন৷ একখানা সিদ্ধ ডিমের বদলে যৌনতার দাবি করল এক পতিতার কাছে৷ বিনিময়ে ফিরতে হল ধোলাই খেয়ে৷

Advertisement

গোড়া থেকেই ওই যৌনকর্মীর সঙ্গে যুবকটি অভব্যতা করে বলে অভিযোগ৷ প্রথমে তাঁর অন্তর্বাস ধরে টানাটানি করে৷

শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে, যুবকটির ব্যবহারে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিলেন ওই পতিতা৷ নিজের পেশার প্রতি সম্মান ছিল তাঁর৷ যুবকটির কাছে যে টাকাপয়সা নেই তা আঁচ করতে পেরেছিলেন তিনি৷ যুবকটি যৌনতার প্রস্তাব রাখলে দর হাঁকেন তিনি৷ আর বিনিময়ে একটি মাত্র সিদ্ধ ডিম দিতে চায় যুবকটি৷ কেননা হাতে থাকা শেষ টাকা দিয়ে সে দুটি ডিম কিনেছিল৷ একটি খেয়ে ফেলেছিল৷

বাকি একটি দিয়েই যৌনতা খরিদ করতে চেয়েছিল৷ যুবকের এ প্রস্তাব শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পতিতা৷ হাতে ধরা বিয়ারের বোতল দিয়ে মাথায় মারেন যুবকটির৷ রক্তাক্ত অবস্থায় যুবকটির বক্তব্য, মারার কী দরকার ছিল, স্রেফ না বললেই পারত! জিম্বাবোয়ের এ ঘটনা নেটদুনিয়ায় হাসির খোরাক হলেও, আসলে সে দেশের অর্থনীতির করুণ হালটিই তুলে ধরেছে৷

The post যৌনতার বিনিময়ে সিদ্ধ ডিম, যৌনকর্মীর মার খদ্দেরকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement