সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাসেরও বেশি সময় ধরে চলছে ইজরায়েল-হামাস সংঘর্ষ। আর এই লড়াইয়ে মার্কিন সংবাদমাধ্যমের একপেশে পক্ষপাতিত্ব রয়েছে তেল আভিভের দিকেই! এমনই অভিযোগ তুলে ‘দ্য নিউ ইয়র্ক টাইমসে’র (The New York Times) অফিসে হামলা প্রতিবাদীদের। রীতিমতো লবি জুড়ে প্রতিবাদ প্রদর্শন করলেন তাঁরা। সংবাদমাধ্যমটির নাম বিকৃত করে ‘দ্য নিউ ইয়র্ক ক্রাইমস’ বলেও কটাক্ষ তাঁদের।
এখানেই শেষ নয়। এযাবৎ লড়াইয়ে গাজায় (Gaza) যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের নামও জোরে জোরে উচ্চারণ করতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। প্রয়াতদের মধ্যে রয়েছে ৩৬ জন সাংবাদিকদেরও নাম। হাজার হাজার প্রতিবাদীদের হাতে ছিল প্যালেস্টাইনের পতাকা। ইজরায়েল (Israel) বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে তাঁদের। সব মিলিয়ে মিডটাউন ম্যানহাটনে মার্কিন সংবাদমাধ্যমটির অফিসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন ওই প্রতিবাদকারীরা।
[আরও পড়ুন: ‘গাজা দখল বা শাসন উদ্দেশ্য নয়’, দাবি করেও সংঘর্ষবিরতির প্রস্তাব খারিজ নেতানিয়াহুর!]
জানা যাচ্ছে, স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ প্রতিবাদ শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, নিউ ইয়র্ক টাইমস ম্যানেজমেন্ট যেন প্রকাশ্য়ে জানায় তারা গাজায় যুদ্ধবিরতি চায়। যদিও ঘণ্টাখানেকের মধ্যে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে না। প্রতিবাদ-বিক্ষোভের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনও সরকারিভাবে সংঘর্ষবিরতি হয়নি। যদিও আমেরিকার প্রশাসনের তরফে বলা হয়, প্রতিদিন চার ঘণ্টার জন্য সংঘর্ষ থামাতে হবে যেন উত্তর গাজা থেকে পালিয়ে দক্ষিণ দিকে যেতে পারে সাধারণ মানুষ। তবে সূত্রের খবর, এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু।