সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর হিংসার রেশ এবার সরাসরি রাজধানী দিল্লিতে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে এলেন উপজাতিদের একটা অংশ। তাঁদের অভিযোগ, কেন্দ্র সরকার মণিপুরে হিংসা (Manipur Violence) রুখতে ব্যর্থ।
কুকি-মেতেই সংঘর্ষে গত এক মাসেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর। ‘মেতেই’ সংখ্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কুকি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত্যাঘাতের জন্ম দিয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। আহতের সংখ্যা হাজারের বেশি। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। ক’দিন আগেই শান্তি ফেরাতে মণিপুর সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যদিও তারপরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বেশ কিছু এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে।
[আরও পড়ুন: বিরোধী শিবিরে ধাক্কা! কর্ণাটকে ভরাডুবির পর বিজেপির দিকে ঝুঁকছে ‘পুরনো বন্ধু’ জেডিএস]
বুধবার সেই সংঘর্ষের রেশ এসে পড়ে রাজধানী দিল্লিতে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাসভবনের সামনে বিক্ষোভ দেখালেন কুকি জনজাতির কয়েকটি সংগঠনের সদস্যেরা। তাঁদের হাতে ছিল, ‘সেভ কুকি লাইভস’ অর্থাৎ ‘কুকিদের বাঁচান’ লেখা পোস্টার। বিক্ষোভকারীদের বক্তব্য,”অমিত শাহর আশ্বাস সত্ত্বেও মণিপুরে আমাদের উপর হামলা হচ্ছে। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সাহায্য করতে পারেন।” মেতেইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগানও দেন তাঁরা।
[আরও পড়ুন: ‘কয়েক জায়গায় ঔরঙ্গজেবের বাচ্চা জন্মেছে’, কোলাপুরের হিংসা নিয়ে বেফাঁস ফড়নবিস]
উল্লেখ্য, জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষ ঠেকাতে গত ৬ মে বিজেপিশাসিত মণিপুরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল কেন্দ্র সরকার। নামানো হয় সেনা এবং অসম রাইফেলসকে। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার তদারকের ভার দেওয়া হয় সিআরপিএফের প্রাক্তন প্রধান কুলদীপ সিংহকে (Kuldeep Singh)। মোটের উপর মণিপুরের শান্তি ফেরানোর দায়িত্ব এখন অমিত শাহর উপর। কিন্তু তাঁর ব্যর্থতাকেই এবার কাঠগড়ায় তুলছেন উপজাতিরা।