shono
Advertisement

সোনা কেনায় বাধ্যতামূলক প্যান নম্বর, নির্দেশ সরকারের

কালো টাকা রুখতে কড়া কেন্দ্র৷ The post সোনা কেনায় বাধ্যতামূলক প্যান নম্বর, নির্দেশ সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:39 PM Nov 10, 2016Updated: 01:09 PM Nov 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক সিদ্ধান্তে দেশে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে ৫০০ এবং ১০০০ টাকার নোট৷  কালো টাকার বিরুদ্ধে আচমকা হওয়া এই সার্জিক্যাল স্ট্রাইকে বেশ বিপাকেই পড়েছেন কালো টাকার মালিকরা৷  আর তাই বাতিল হয়ে যাওয়া এই ৫০০ ও ১০০০ টাকা তাঁরা ব্যাঙ্কে জমা না দিয়ে তাঁরা নানা খাতে বিনিয়োগ করার চেষ্টা করছেন৷  এহেন বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ দিক হল সোনা ক্রয়৷  দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বেড়ে গিয়েছে সোনা কেনার ধুম৷ একলাফে সোনার দাম বেশ অনেকটা বেড়ে গেলেও সোনা কেনার চাহিদা যেন এতটুকুও কমছে না৷ কিন্তু এবার সোনা কিনে কালো টাকা সাদা করার ক্ষেত্রেও বাধ সাধল কেন্দ্র৷  সরকারের তরফ থেকে বুধবার জানানো হয়েছে, সোনা কেনার ক্ষেত্রে প্যান কার্ডের নম্বর দোকানিকে জানানো বাধ্যতামূলক৷  শুধু তাই নয়, সোনা বিক্রি করার সময় ক্রেতার প্যান কার্ড নম্বর নিজেদের কাছে নথিভুক্ত করে রাখাও বাধ্যতামূলক৷

Advertisement

রেভেনিউ সেক্রেটারি হাসমুখ আধিয়া আরও জানিয়েছেন, “সোনা কেনার পাশাপাশি, ব্যাঙ্কে টাকা জমা রাখার ক্ষেত্রেও কড়া নজর রাখছে সরকার৷ আড়াই লক্ষ টাকার বেশি ব্যাঙ্কে জমা রাখলেও সেই টাকার খোঁজ রাখবে কেন্দ্র৷” সেই টাকা জমাকারীর বিষয়েও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷

The post সোনা কেনায় বাধ্যতামূলক প্যান নম্বর, নির্দেশ সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement