shono
Advertisement

মোটা বেতনের সরকারি চাকরি চান? জেনে নিন আবেদনের শর্ত

জেনে নিন আবেদনের শর্ত।
Posted: 05:20 PM Dec 09, 2020Updated: 05:20 PM Dec 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পদে কর্মী নিয়োগ। মোট ৫০ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
১. প্রার্থীকে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে।
২. ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টসের সদস্য/ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া/এমবিএ/পিজিডিএম (ফিনান্স) কিংবা ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
৩. আবেদনকারীর অবশ্যই বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলার দক্ষতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি]

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী বেতন হিসাবে ৫৬ হাজার থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
https://wbpsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
এই শূন্যপদে নিয়োগের জন্য প্রত্যেক প্রার্থীকে ২১০ টাকা ফি জমা দিতে হবে। তপসিলি জাতি, উপজাতির প্রার্থী এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনের কোনও ফি লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীকে https://wbpsc.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সরকারি চাকরি খুঁজছেন? জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement