সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ফিরল দিল্লির ভয়ংকর পথদুর্ঘটনার স্মৃতি। তরুণীকে কয়েক কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল ঘাতক গাড়ি। এবার প্রায় একই ঘটনার সাক্ষী রইল পুণে। সাত বছরের শিশুকে ছিঁচড়ে নিয়ে গেল গাড়ি। যার জেরে মায়ের সামনেই মৃত্যু হল সন্তানের।
ঘটনা গত বৃহস্পিতবারের। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে গোটা ঘটনা। পুলিশের তরফে জানানো হয়েছে, স্কুটারে করে ছেলেকে নিয়ে যাচ্ছিলেন মেয়ে। ঠিক সেই সময়ই দ্রুত গতিতে আসতে থাকা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে ওই স্কুটারে। ছিটকে পড়ে যান মহিলা। আর গাড়ির নিচে আটকে যায় শিশুটি। সেই অবস্থানেই প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার চলে যায় গাড়িটি। আর তাতেই প্রাণ হারায় ওই শিশু।
[আরও পড়ুন: ‘অধীর চৌধুরী ব্লু-আইড, ভাসিয়ে রাখতে চাইছেন’, সাসপেনশন নিয়ে খোঁচা কুণালের]
পুলিশ জানাচ্ছে, গাড়িটি থামতেই ছুটে আসে আশপাশের লোকজন। তারপরই উদ্ধার করা হয় ৭ বছরের শিশুটিকে। মা ও ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত মহিলা আপাতত চিকিৎসাধীন। ঘাতক গাড়ির চালক রাহুল তাপকির মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। তাঁকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। গাড়ি অতিরিক্ত দ্রুত গতিতে থাকার কারণেই এমন ভয়ংকর দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এমন ঘটনার ফুটেজ সামনে আসতেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।