সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাঞ্জাবে সরাসরি বিবাদে আম আদমি পার্টি (Aam Aadmy Party) এবং কংগ্রেস (Congress)। অভিযোগ, কংগ্রেস পাঞ্জাবে আপের ঘর ভাঙার চেষ্টা করছে। কংগ্রেস নেতা তথা পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া সরাসরি দাবি করেছেন, আপের অন্তত ৩২ জন বিধায়কের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে। এমনকী বেশ কয়েকজন মন্ত্রীও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উপর খাপ্পা।
পাঞ্জাবে দীর্ঘদিন ধরেই সরাসরি বিবাদে কংগ্রেস এবং আপ। ইন্ডিয়া (India) জোট গঠনের পরও সেই বিবাদ কমেনি। উলটে বেড়ে গিয়েছে। পাঞ্জাব কংগ্রেস সরাসরি জানিয়ে দিয়েছে, আপের সঙ্গে কোনওরকম সমঝোতা নয়। লোকসভায় একাই লড়বে কংগ্রেস। রাজ্যের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া সরাসরি বলছেন, লোকসভায় পাঞ্জাবে সব আসনে জিতবে কংগ্রেস। আর লোকসভায় কংগ্রেসের ভাল ফল হলে আম আদমি পার্টির সরকারও পড়ে যাবে।
[আরও পড়ুন: ‘এখন বড় নেতা হয়ে গিয়েছি, হাতজোড় করব?’ টিকিট পেয়ে অসন্তুষ্ট কৈলাস বিজয়বর্গীয়]
প্রতাপ সিং বাজওয়ার দাবি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভূমিকায় দলেরই অনেকে অসন্তুষ্ট। বেশ কয়েকজন মন্ত্রী আপ ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকে রয়েছেন। কংগ্রেস নেতার বক্তব্য, ৩২ জন বিধায়ক এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে। লোকসভা ভোটের পরই পাঞ্জাবে আপের সরকার পড়ে যাবে। আপ অবশ্য কংগ্রেস নেতার এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। তবে কংগ্রেস নেতাকে চড়া সুরে আক্রমণ করছে আম আদমি পার্টির (Aam Aadmy Party) নেতারা।
[আরও পড়ুন: পদে পদে মার, উচ্ছিষ্টই খাবার! কিশোরী পরিচারিকাকে অত্যাচারে গ্রেপ্তার সেনাকর্মী ও তাঁর স্ত্রী]
বাজওয়াকে সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। তাঁর তোপ, “আপনি একটি নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন। আমি পাঞ্জাবের ৩ কোটি মানুষের প্রতিনিধি। চেয়ারের লোভ নেই। কিন্তু সাহস থাকলে নিজের হাইকম্যান্ডের সঙ্গে কথা বলুন।” আপ এবং কংগ্রেসের এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিক ভাবেই কটাক্ষ করছে বিজেপি। গেরুয়া শিবির বলছে, ইন্ডিয়া জোটের সঙ্গীরা নিজেদের মধ্যেই বিবাদে মত্ত। বিজেপির বিরুদ্ধে লড়াই করবে কী!