সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সোনার দোকানের পর এবার পুরুলিয়ায় ব্যাংক ডাকাতির চেষ্টা। পুরুলিয়ার হুড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শনিবার রাত পৌনে দশটা নাগাদ একদল দুষ্কৃতী ডাকাতির চেষ্টা করে বলে অভিযোগ। হুড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই ওই ডাকাতদল পালিয়ে যায়।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হুড়ার একটি ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছিল। পুলিশ দ্রুত পৌঁছে পদক্ষেপ গ্রহণ করে।’’ গত মঙ্গলবার শহর পুরুলিয়ার একটি নামী সোনার দোকানে আট কোটি টাকার অলংকার লুট হয়। সেই ঘটনার চারদিনের মাথায় আবার ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।
[আরও পড়ুন: ১৪ বছরেও মেলেনি চাকরি! নবান্ন অভিযানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চাকরিপ্রার্থীর]
কেন বারবার এরকম ঘটনা ঘটছে তা বুঝে উঠতে পারছে না পুলিশ। সোনার দোকানের ঘটনায় পুলিশ বেশ কিছু সূত্র পেলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ওই ঘটনায় বিহার যোগ রয়েছে। এদিন ব্যাংকের ডাকাতির চেষ্টায় কোথাকার দুষ্কৃতী ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। সোনার দোকানের ঘটনার সঙ্গেও তার কোনও যোগ আছে কিনা সেটাও দেখা হচ্ছে।