সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বুধবার পুরুলিয়া জেলা পরিষদের চূড়ান্ত বাজেট পেশের দিন অনুপস্থিত দলনেতা-সহ একাধিক কর্মাধ্যক্ষ। ফলে বাজেট পেশ করা সম্ভব হল না। বিধানসভা ভোটের আগে জেলা পরিষদের কোন্দল সামনে আসায় অস্বস্তিতে প্রশাসন। যদিও পুরুলিয়া জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় দলীয় কোন্দলের কথা অস্বীকার করে জানিয়েছেন, দলের অন্যান্য নেতা-সদস্য অনুপস্থিত থাকায় বাজেট পেশ না হলেও বিধি মেনে তা পাশ হয়ে যাবে ১৭ তারিখের বৈঠকের পর।
[আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনার কবলে ১৭৯ জন, মৃত ৫]
প্রসঙ্গত, বাজেট পেশের মতো গুরুত্বপূর্ণ সাধারণ সভার বৈঠকে জেলা পরিষদের দলনেতা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, শিশু, নারী উন্নয়ন, ত্রাণ জনকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো, মৎস্য প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মেঘদূত মাহাতো, কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মীরা বাউরি-সহ একাধিক সদস্য গরহাজির ছিলেন। তবে দলনেতা তথা পূর্ত কার্য ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলধর মাহাতো বলেন, “দলীয় কাজে আমি ব্যস্ত ছিলাম। তাই সাধারণ সভার বৈঠকে যেতে পারিনি।” পুরুলিয়া জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের এক কর্মাধ্যক্ষ ও একাধিক সদস্য বিভিন্ন কাজে এই বৈঠকে আসতে পারবেন না তা জেলা পরিষদকে আগেই জানান। কিন্তু তাতেও জল্পনা কমছে না।