সুমিত বিশ্বাস ও অভিরূপ দাস: পদোন্নতি হয়েছিল। ডেপুটি সিএমওএইচ থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস। কিন্তু নতুন চেয়ারে বসতেও পারলেন না। কোভিডের তৃতীয় ঢেউ ছিনিয়ে নিল ডা. সত্যনারায়ণ চৌধুরীকে। খ্যাতনামা চিকিৎসকের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং সতীর্থরা।
মাত্র এক সপ্তাহ আগেও পরিস্থিতি এমনটা ছিল না। দৈনিক সংক্রমণ ছিল পাঁচশোর নিচে। বড়দিন, বর্ষবরণের উন্মাদনা তছনছ করে দিল সব হিসেব। পশ্চিমবঙ্গের দৈনিক করোনা আক্রান্ত এখন প্রায় ৫ হাজার। ইতিমধ্যেই স্বাস্থ্যদপ্তর আশঙ্কা প্রকাশ করেছে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। এর আগে কোভিডের দুই ঢেউয়ে দেড়শোর বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে বাংলায়। তৃতীয় ঢেউয়ের শুরুতেই চলে গেলেন পুরুলিয়ার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সত্য নারায়ণ চৌধুরী (৬০)। সম্প্রতি কোভিড পজিটিভ হয়েছিলেন পুরুলিয়ার এই ডেপুটি সিএমওএইচ (১)।
[আরও পড়ুন: টানা ৪ দিন এনআরএস হাসপাতালের লিফটে আটকে মহিলা! বিস্মিত স্বাস্থ্যকর্তারা]
তাঁর মৃত্যুতে অশনি সংকেত দেখছে চিকিৎসকদের সংগঠন। রাজ্যের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে ডা. রাজীব পান্ডে জানিয়েছেন, আমজনতার হুঁশ নেই। তারা সেলিব্রেশন করছেন, আর প্রশাসন নাইট কারফিউ তুলে দিচ্ছে। এদিকে করোনার বিরুদ্ধে দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কোভিড রোগীদের পরিষেবা দিতে গিয়ে নিজেরাই আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও বাড়ছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউ মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১ হাজারের বেশি চিকিৎসক করোনায় প্রাণ হারিয়েছেন। যা অত্যন্ত উদ্বেগজনক।
প্রয়াত উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরিবার থাকেন কলকাতায়। তাঁর একমাত্র কন্যা সম্প্রতি দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছে। পরিবার সূত্রের খবর, মধুমেহর সমস্যা ছিল প্রয়াত চিকিৎসকের। ছিল হাইপার টেনশন। নিয়মিত ওষুধ খেতেন তিনি। কিছুদিন আগেই কোভিড পজিটিভ হন। শনিবার রাতে মৃত্যু হয় পুরুলিয়ার ডেপুটি সিএমওএইচ (২)। প্রয়াত ডেপুটি সিএমওএইচ এর সতীর্থরা জানিয়েছেন, ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন প্রয়াত চিকিৎসক। ভেবেছিলেন আর যাই হোক মৃত্যু হবে না। সে কারণেই নাকি নিয়মিত মাস্কও পরতেন না। এ প্রসঙ্গে প্রাক্তন সিএমওএইচ অনিল দত্ত বলেন, “মাস্ক ব্যবহারে অত্যন্ত অনীহা ছিল। আমরা বলতাম, দেখুন, মাস্ক পরুন। আমাদের বয়স হয়েছে। সাবধানে থাকতে হবে। কিন্তু কথা শুনতেন না।” ভ্যাকসিন নিলেও যে কোভিড বিধি মানতেই হবে জীবন দিয়ে তার প্রমাণ দিলেন ডা. সত্য নারায়ণ চৌধুরী।