সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা যুদ্ধে যায়, তারা যুদ্ধ চায় না। চিরন্তন এই প্রবাদ সত্য রাশিয়ার (Russia) ক্ষেত্রেও। প্রেসিডেন্ট তো যুদ্ধ ঘোষণা করেই খালাস, যুদ্ধের ভয়াবহ প্রভাবের মোকাবিলা তো করতে হচ্ছে সাধারণ নাগরিকদের। আর রাশিয়ার সাধারণ নাগরিকদের একটা বড় অংশই ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধ (Russia-Ukraine War) চাইছেন না। দোর্দণ্ডপ্রতাপ শাসকের বিরুদ্ধে শান্তিকামীরা গর্জে উঠে বলছেন, ‘যুদ্ধ নয়, শান্তি চাই। পুতিন (Vladimir Putin) হিটলারের মতোই ভয়ংকর। ওকেই গ্রেপ্তার করা উচিত।’
ভ্লাদিমির পুতিন যে কতটা ভয়ংকর হতে পারেন, সেটা গোটা বিশ্ব জানে। জানেন রাশিয়ার আমনাগরিকও। তবু, শান্তির স্বার্থে শাসকের সেই রক্তচক্ষু উপেক্ষা করেই প্রতিবাদে শামিল হলেন হাজার হাজার রাশিয়ান। বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোর রাস্তা মুখরিত হল, ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ ধ্বনিতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেসব ভিডিও। আর শুধু মস্কো নয়, রাশিয়ার অন্যান্য প্রান্তেও একইভাবে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন শান্তিকামীরা।
[আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ভারতকে পাশে চায় আমেরিকাও! জয়শংকরকে ফোন মার্কিন স্বরাষ্ট্রসচিবের]
জেনিথ সেন্ট পিটসবার্গেও একইভাবে গতকাল জড়ো হয়েছিলেন বহু শান্তিকামী মানুষ। যুদ্ধের বিরুদ্ধে স্লোগানে মুখর হন তাঁরাও। বিক্ষোভকারীদের বলতে শোনা যায়,”এই যুদ্ধ চাই না। ইউক্রেন (Eukraine) আমাদের শত্রু নয়।” কিন্তু এইসব বিক্ষোভকারীকে দমন করতে আয়রন হ্যান্ড নীতি নিয়েছে পুতিন সরকারও। অ্যাসোসিয়েট প্রেস সূত্রের খবর, সব মিলিয়ে বৃহস্পতিবার হাজারের বেশি যুদ্ধবিরোধীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কিন্তু তাতেও দমে যাননি বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে পুলিশের সামনে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের বলতে শোনা গিয়েছে, ‘আমাদের নয়, পুতিনকে গ্রেপ্তার করুন। ও ভিলেন।’
[আরও পড়ুন: পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির, ইউক্রেনের আবেদনেই কি সাড়া দিল ভারত?]
বস্তুত, ১৯৭৯ সালে আফগানিস্তানে সেনা অভিযানের পর এটাই রাশিয়ার সবচেয়ে বড় সামরিক অভিযান। যুদ্ধের প্রথম দিনেই বিস্তর সাফল্য দাবি করেছে পুতিন প্রশাসন। উত্তর-পূর্ব ইউক্রেনে ইতিমধ্যেই নাকি ঢুকে পড়েছে রাশিয়ার সেনা। কিন্তু এসব সাফল্যের কোনও মূল্য নেই, আম রাশিয়াবাসীর কাছে। তাঁরা যুদ্ধ চান না, চান শান্তি। দরকারে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে জেলে যেতেও রাজি। সেজন্যই তো টুইটারে এই যুদ্ধের বিরোধিতা করে পোস্ট করছেন হাজার হাজার রাশিয়াবাসী।