shono
Advertisement

পুতিনের বিরুদ্ধে নির্বাচনে লড়তে তৈরি রুশ ‘প্লেবয়’-এর এই মডেল

দেখে নিন এই মডেলের কিছু চমকে দেওয়ার মতো ছবি। The post পুতিনের বিরুদ্ধে নির্বাচনে লড়তে তৈরি রুশ ‘প্লেবয়’-এর এই মডেল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:50 AM Oct 20, 2017Updated: 05:30 PM Sep 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ‘প্যারিস হিলটন’। না চোখ কপালে তোলার কিছু নেই। ইনি রাশিয়ার হিলটন। টেলিভিশন সঞ্চালিকা-মডেল সেনিয়া সোবচাক। নিজেই জানিয়েছেন, প্রথম যখন ভোটাধিকার প্রয়োগের বয়স হয়েছিল, তখন থেকেই তিনি দেখছেন ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। অতএব এবার বদল জরুরি।

Advertisement

রাশিয়ায় ‘প্লে-বয়’ পত্রিকার প্রচ্ছদেও দেখা মিলেছিল তাঁর। আর সেই তিনিই এবার লড়বেন পুতিনের বিরুদ্ধে। একইসঙ্গে সঞ্চালনা, মডেলিং, টেলিভিশন তারকা সেনিয়া। ইনস্টাগ্রামে খোলামেলা পোশাকে একের পর ছবি। সবমিলিয়ে মার্কিন তারকা প্যারিস হিলটনের সঙ্গেই তাঁর তুলনা টানছেন অনেকেই। বুধবার নিজেই বছর পঁয়ত্রিশের সেনিয়া ঘোষণা করেছেন ‘লিবারাল’ রুশ ভোটদাতারা অত্যন্ত অখুশি। পুতিনকে মোটেও পছন্দ করছেন না বর্তমান রাশিয়ার ভোটদাতারা। যদিও নিজে জেতার ব্যাপারে ১০০% নিশ্চিত নন সেনিয়া। তবে লড়াইয়ে আপত্তি কোথায়? কারণ ক্রেমলিনের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছেন সেনিয়া। তাই সাংবিধানিক নিয়ম মেনেই নিজেই প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছেন তিনি। পুতিন নাকি সেনিয়ার গডফাদার, উড়িয়ে দিয়েছেন এমন জল্পনাও।

[অপসারিত হয়েও রেহাই নেই শরিফের, পানামা-কাণ্ডে হতে পারে হাজতবাস]

পুতিনের সমালোচক আলেক্সেই নাভালনির প্রতিবাদ সমাবেশেও অংশ নিয়েছেন সেনিয়া। কিন্তু নাভালনি অংশ নিতে পারবেন না প্রেসিডেন্ট নির্বাচনে। কারণ তাঁর বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। এদিকে পুতিনের মেন্টর অ্যানাতলি সোবচাকের মেয়ে সেনিয়া। তাই রাশিয়ার ‘লিবারাল’-রা মনে করছেন সেনিয়া প্রতিদ্বন্দ্বিতা করলে বিরোধীপক্ষেরই সুবিধা হবে। ভোট ভাঙবে। অন্যদিকে, নাভালনির পুতিনবিরোধী মিছিলে হাঁটলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করার পরই নাভালনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বললেন, সোবচাককে ক্রেমলিন ‘নিরাপদ ঘুঁটি’ হিসাবে ব্যবহার করছে। আকর্ষণের কেন্দ্রবিন্দু ঘুরিয়ে দিতে নাকি ক্রেমলিনই এই চক্রান্ত করছে। গণমাধ্যমের দাবি, পুতিন মোটেও প্রাক্তন মেন্টর কন্যার নির্বাচনে লড়ার বিষয়টিকে ভাল চোখে দেখেননি। কারণ পুতিন স্বয়ং সোবচাকের গডফাদার। যদিও এই সব কিছুকেই উড়িয়ে দিচ্ছেন সোবচাক। ক্রেমলিন জানিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন সেনিয়া।

[ব্যাঙ্ককর্মী থেকে বিকিনি মডেল হয়ে তাক লাগালেন এই মহিলা]

নয়ের দশকে সেন্ট পিটার্সবার্গের প্রাক্তন মেয়র অ্যানাতলি সোবচাকই পুতিনকে সিটি হলের অফিসে নিয়ে এসেছিলেন কর্মচারী হিসাবে। সেনিয়ার মা লিউদমিলা নারুসোভা রাশিয়ার পার্লামেন্টের আপার হাউসের একজন সদস্য। এহেন সেনিয়ার রাজনীতিতে পদার্পণ নিয়ে জলঘোলা নিতান্তই কাকতালীয় নয়। তবে হ্যাঁ, সেনিয়া জনগণের কাছে একজন তারকা। চোখ ধাঁধিয়ে দেওয়া পোশাকে ইনস্টাগ্রামে যাঁর ছবিতে লাইক পড়ে প্রায় কয়েক কোটি, তিনিই পুতিনের বিরুদ্ধে লড়বেন, এটা মানতে একটু অসুবিধা হচ্ছে ‘লিবারাল’ রাশিয়ার। এমজিআইএমও বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী সেনিয়া ডোম ২ নামে একটি রিয়ালিটি শোয়ের কারণে রাষ্ট্রজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ২০১২ সালে ভ্লাদিমির প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়ে ওঠার পরই বিরোধী রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন সেনিয়া। তারপর থেকেই প্রতিটি পুতিনবিরোধী সমাবেশে দেখা গিয়েছে সেনিয়াকে। ক্রেমলিনের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন সোশ্যাল মিডিয়াতেও। পুতিন বিরোধিতার প্রচার করতেই এরপর রেইন ব্রডকাস্টার চ্যানেলে যোগ দিয়েছেন সংবাদ পরিবেশক হিসাবে।

[রাশিয়া-আমেরিকাকে পিছনে ফেলে নয়া ‘সুপারপাওয়ার’ হওয়ার দৌড়ে চিন]

The post পুতিনের বিরুদ্ধে নির্বাচনে লড়তে তৈরি রুশ ‘প্লেবয়’-এর এই মডেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement