shono
Advertisement

মেয়ের পর বাবা, এবার করোনার ভ্যাকসিন নিতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন!

শীঘ্রই তিনি নিজের দেশেরই ভ্যাকসিন ‘‌স্পুটনিক ফাইভ’–এর ডোজ নেবেন।
Posted: 09:57 PM Dec 27, 2020Updated: 09:57 PM Dec 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ করোনার ভ্যাকসিন নিতে চলেছেন রাশিয়ান (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। নিজের দেশেরই ভ্যাকসিন ‘‌স্পুটনিক ফাইভ’‌ (Sputnik V ) নেবেন তিনি। এমনটাই জানানো হয়েছে ‌মস্কোর পক্ষ থেকে।

Advertisement

ইতিমধ্যে প্রকাশ্যে করোনার টিকা (Corona Vaccine) নিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন (Joe Biden)। এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও করোনার টিকা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। এক সাক্ষাৎকারে রুশ সরকারি চ্যানেল Rossiya 1 TV’‌কে এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবারই গণহারে টিকাকরণ শুরু হবে রাশিয়ায়। ওদিনই টিকাটি নিতে পারেন পুতিনও। পেসকভের কথায়, ‘‌‘‌প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি করোনার টিকা নিতে প্রস্তুত। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এতদিন ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করছিলেন।’‌’‌

[আরও পড়ুন: ‘জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করলে মূল্য চোকাতে হবে’, ইমরানকে হুমকি আফগান নেতাদের]‌

এর আগে বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা করেছিল রাশিয়াই। নানা বিতর্কের মাঝেও পুতিন বলেছিলেন, রাশিয়ার তৈরি ‘‌স্পুটনিক ফাইভ’‌ মানুষের শরীরে নিরাপদ ও সুরক্ষিত। টিকার প্রথম ডোজ তাঁর মেয়েকে দেওয়া হয়েছে। কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ডিসেম্বরের শুরু থেকে ভ্যাকসিন বন্টনের কর্মসূচিও শুরু হয়ে যায় রাশিয়ায়। এরপর সম্প্রতি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানায়, বয়স্কদের শরীরে আলাদা করে টিকার ট্রায়াল হয়েছে। সেখানে সাফল্য মেলার পরেই গণহারে টিকাকরণে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর ফলে সোমবার থেকে ষাটোর্ধ্ব প্রবীণদেরও টিকা দেওয়া শুরু করবে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এবং আরডিআইএফ (রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড)-এর সঙ্গে হাত মিলিয়ে ভ্যাকসিনটি তৈরি করেছে গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি (Gamaleya National Research Center of Epidemiology and Microbiology)। রাশিয়ার দাবি অনুযায়ী এটিই পৃথিবীর প্রথম কার্যকরী করোনা ভ্যাকসিন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ বিশ্বের একাধিক দেশ এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। এমনকী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিনে এখনও ছাড়পত্র পর্যন্ত দেয়নি।

[আরও পড়ুন: করোনাই শেষ নয়! প্রথম ‘মহামারী প্রস্তুতি’ দিবসে বিশ্ববাসীকে হুঁশিয়ারি WHO কর্তার]‌

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement