shono
Advertisement

অলিম্পিকে হারের বদলা, মারিনকে হারিয়ে ইন্ডিয়ান ওপেন খেতাব সিন্ধুর

আপনার প্রিয় এই তারকার জয়কে সেলিব্রেট করুন, পোস্টটি LIKE ও SHARE করে ছড়িয়ে দিন দুনিয়াভর। The post অলিম্পিকে হারের বদলা, মারিনকে হারিয়ে ইন্ডিয়ান ওপেন খেতাব সিন্ধুর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 PM Apr 02, 2017Updated: 06:08 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে হারের মধুর প্রতিশোধ নিলেন পি ভি সিন্ধু। ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ ২০১৭-র খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিন মারিনকে ২১-১৯, ২১-১৬ পয়েন্টে হারালেন সিন্ধু। এই মারিনই ভারতীয় তারকা সিন্ধুকে অলিম্পিকের ফাইনালে হারিয়ে সোনা জিতেছিলেন৷ হোম ক্রাউডের সামনে বদলা নেওয়ার সুযোগ কাজে লাগলেন সিন্ধু৷

Advertisement

Done and dusted! @Pvsindhu1 is the new champion of Yonex Sunrise #IndiaSS

Defeats Marin in straight games and hits #IndiaMeSmash in style! pic.twitter.com/E7Bh8hElzr

— BAI Media (@BAI_Media) April 2, 2017

এমনিতেই মারিন সামনে থাকলে বরাবর ‘চার্জড’ লাগে সিন্ধুকে৷ এদিন মারিনকে হারিয়ে ট্রফি জয়ের পাশাপাশি নেওয়া হয়ে গেল অলিম্পিকের বদলাও। যদিও মারিনের বিরুদ্ধে রবিবাসরীয় ম্যাচটা জেতা অবশ্য সিন্ধুর পক্ষে সহজ হয়নি৷ ৪৭ মিনিটই লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে৷ যদিও স্নায়ু নিয়ন্ত্রণে রেখে শেষ হাসি হেসে গেলেন সিন্ধুই। সিন্ধুর জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।

.@Pvsindhu1 ahead 11-7 at the break of the second game. Come on, champ! Yonex Sunrise #IndiaSS #IndiaMeSmash #SindhuvsMarin pic.twitter.com/ZWm4TOyHtM

— BAI Media (@BAI_Media) April 2, 2017

স্বপ্নের ফাইনাল ঘিরে এদিন নয়াদিল্লিতে উত্তেজনার পারদ চড়ছিল৷ অনেকেই মনে করছিলেন, ঘরের মাঠে অলিম্পিকে হারের বদলার লক্ষ্য নিতেই কোর্টে নামবেন সিন্ধু৷ তবে দুবাই ওপেনে মারিনকে হারিয়েছিলেন সিন্ধু৷ মারিন আবার পিবিএলে তাঁকে হারান৷ তাই টক্কর ছিল জোরদার৷ তবে নিজের দেশের দর্শকের সামনে খেলতে নেমে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে ছিলেন সিন্ধু৷

সিন্ধু গতবছর চিনা ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ হংকং ওপেনে ফাইনালে ওঠেন৷ চলতি বছরে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে চেন্নাইকে চ্যাম্পিয়ন করান তিনি৷ গত জানুয়ারিতে সৈয়দ মোদি গ্রাঁপ্রি ব্যাডমিন্টন টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন৷ ফলে তিনি যে ছন্দে আছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ সেই ছন্দই ফাইনালেও ধরে রাখলেন৷ ফোকাস নড়তে দিলেন না একবিন্দু৷ তিনি জানতেন, ফাইনাল জিততে না পারলে গোটা টুর্নামেন্টে ভাল খেলার কোনও মূল্য থাকবে না৷

Goes to the coach straight after the victory. Acknowledges the crowd. Shakes hand with her opposition. @Pvsindhu1 is a humble champ! pic.twitter.com/ppukKR0aop

— BAI Media (@BAI_Media) April 2, 2017

The post অলিম্পিকে হারের বদলা, মারিনকে হারিয়ে ইন্ডিয়ান ওপেন খেতাব সিন্ধুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement