shono
Advertisement

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সোনা জয়ের দোরগোড়ায় সিন্ধু

টানটান উত্তেজনায় ভরপুর রিও ওলিম্পিকের মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনাল ম্যাচ জিতে নিয়ে ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু৷ The post রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সোনা জয়ের দোরগোড়ায় সিন্ধু appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Aug 18, 2016Updated: 06:12 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচ জয়৷ টানটান উত্তেজনায় ভরপুর রিও ওলিম্পিকের মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনাল ম্যাচ জিতে নিয়ে ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু৷ জাপানি প্রতিদ্বন্দ্বী ওকুহারাকে প্রায় মাটি ধরিয়ে এদিন জয় ছিনিয়ে নিলেন সিন্ধু৷ সাইনা নেহওয়াল যা পারেননি তা করে দেখালেন সিন্ধু৷ এই ম্যাচ জিতে সোনা জেতা থেকে এক কদম দূরে সিন্ধু৷ ম্যাচ চলাকালীন সারাক্ষণ গ্যালারিতে তাঁর জন্য গলা ফাটিয়ে গেলেন ভারতীয় ক্রীড়াবিদ ও দর্শকরা৷ দুই শাটলারই সমানে সমানে টক্কর দিচ্ছিলেন৷ কখনও সিন্ধু তো কখনও ওকুহারা এগিয়ে যাচ্ছিলেন ম্যাচে৷ মরণকামড় দিয়ে প্রথম গেম ২১-১৯ স্কোরে জিতে নেন সিন্ধু৷

Advertisement

দ্বিতীয় সেটেও প্রথম দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন সিন্ধু৷ কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন ওকুহারা৷ কিন্তু এদিন শেষ হাসি হাসলেন সিন্ধুই৷ ছিনিয়ে নিলেন কাঙ্ক্ষিত জয়৷ দ্বিতীয় গেমে অবিশ্বাস্য খেলে ২১-১০ পয়েন্টে জিতে গেলেন সিন্ধু৷ ফাইনালে স্বর্ণপদকের জন্য সিন্ধুকে লড়তে হবে স্পেনের ক্যারোলিনা মারিনের সঙ্গে৷ ভাগ্যদেবী এদিন তাঁর দিকেই প্রসন্ন ছিলেন তা আখেরে বলাই যায়৷ বৃহস্পতিবার তাই ভারতের কাছে জোড়া খুশির দিন৷ প্রথমে মহিলা কুস্তিগির সাক্ষী মালিকের ব্রোঞ্জ পদক জয়, তারপরই সিন্ধুর এই ইতিহাস সৃষ্টিকারী সাফল্য৷ দেশকে গৌরবান্বিত করার দিনে তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদও উচ্ছ্বসিত ছিলেন৷ সারা দেশ আজ কুর্নিশ জানাল এই দুই নারীশক্তিকে৷

The post রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সোনা জয়ের দোরগোড়ায় সিন্ধু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement