shono
Advertisement

Breaking News

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সোনা জয়ের দোরগোড়ায় সিন্ধু

টানটান উত্তেজনায় ভরপুর রিও ওলিম্পিকের মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনাল ম্যাচ জিতে নিয়ে ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু৷ The post রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সোনা জয়ের দোরগোড়ায় সিন্ধু appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Aug 18, 2016Updated: 06:12 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচ জয়৷ টানটান উত্তেজনায় ভরপুর রিও ওলিম্পিকের মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনাল ম্যাচ জিতে নিয়ে ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু৷ জাপানি প্রতিদ্বন্দ্বী ওকুহারাকে প্রায় মাটি ধরিয়ে এদিন জয় ছিনিয়ে নিলেন সিন্ধু৷ সাইনা নেহওয়াল যা পারেননি তা করে দেখালেন সিন্ধু৷ এই ম্যাচ জিতে সোনা জেতা থেকে এক কদম দূরে সিন্ধু৷ ম্যাচ চলাকালীন সারাক্ষণ গ্যালারিতে তাঁর জন্য গলা ফাটিয়ে গেলেন ভারতীয় ক্রীড়াবিদ ও দর্শকরা৷ দুই শাটলারই সমানে সমানে টক্কর দিচ্ছিলেন৷ কখনও সিন্ধু তো কখনও ওকুহারা এগিয়ে যাচ্ছিলেন ম্যাচে৷ মরণকামড় দিয়ে প্রথম গেম ২১-১৯ স্কোরে জিতে নেন সিন্ধু৷

Advertisement

দ্বিতীয় সেটেও প্রথম দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন সিন্ধু৷ কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন ওকুহারা৷ কিন্তু এদিন শেষ হাসি হাসলেন সিন্ধুই৷ ছিনিয়ে নিলেন কাঙ্ক্ষিত জয়৷ দ্বিতীয় গেমে অবিশ্বাস্য খেলে ২১-১০ পয়েন্টে জিতে গেলেন সিন্ধু৷ ফাইনালে স্বর্ণপদকের জন্য সিন্ধুকে লড়তে হবে স্পেনের ক্যারোলিনা মারিনের সঙ্গে৷ ভাগ্যদেবী এদিন তাঁর দিকেই প্রসন্ন ছিলেন তা আখেরে বলাই যায়৷ বৃহস্পতিবার তাই ভারতের কাছে জোড়া খুশির দিন৷ প্রথমে মহিলা কুস্তিগির সাক্ষী মালিকের ব্রোঞ্জ পদক জয়, তারপরই সিন্ধুর এই ইতিহাস সৃষ্টিকারী সাফল্য৷ দেশকে গৌরবান্বিত করার দিনে তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদও উচ্ছ্বসিত ছিলেন৷ সারা দেশ আজ কুর্নিশ জানাল এই দুই নারীশক্তিকে৷

The post রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সোনা জয়ের দোরগোড়ায় সিন্ধু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement