shono
Advertisement

‘শরীরের কথা ভেবে পাকাপাকিভাবে ধূমপান ছাড়ুন’, বুদ্ধবাবুকে অনুরোধ কুণালের

২০ দিন পর বুধবার নিজের দু’কামরার ফ্ল‌্যাটে ফেরেন বুদ্ধদেব ভট্টাচার্য।
Posted: 08:55 PM Aug 09, 2023Updated: 08:55 PM Aug 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ হয়ে সদ্যই বাড়ি ফিরেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সুস্থতা কামনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাকাপাকিভাবে ধূমপান ছাড়ার অনুরোধও করলেন তিনি।

Advertisement

কুণাল ঘোষ জানান, জেদ করে সপ্তাহে তিনদিন ধূমপান করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাই শরীরের কথা ভেবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাকাপাকিভাবে ধূমপান ছাড়ার অনুরোধ করেন। মদন মিত্রেরও একই সমস্যা হয়েছিল বলেও উল্লেখ করেন। ধূমপান ছাড়তে কামারহাটির তৃণমূল বিধায়ক বিকল্প পদ্ধতি গ্রহণ করেছিলেন বলেও জানান কুণাল। চিকিৎসকরা তেমন কোনও ব্যবস্থা করতে পারেন কিনা সে বিষয়টিও জানান তিনি।

[আরও পড়ুন: খেলার ছলে ট্রাক্টরে চাপাই কাল! ধারালো ফলায় চাপা পরে মৃত্যু দুই শিশুর]

কুড়ি দিন পর বুধবার নিজের দু’কামরার ফ্ল‌্যাটে ফেরেন বুদ্ধদেব ভট্টাচার্য। সূত্রের খবর, হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে বুদ্ধবাবু চিকিৎসকদের ধন‌্যবাদ জানিয়েছেন। আশ্বস্ত করেছেন সিগারেট না খাওয়ার। শুনে স্বস্তিতে চিকিৎসকরা। গত তেরো বছরে চারবার হাসপাতালে ভরতি হতে হল প্রাক্তন মুখ‌্যমন্ত্রীকে। প্রতিবারই শ্বাসকষ্টের সমস‌্যা।

বুদ্ধবাবু সিওপিডির রোগী। বুকে সংক্রমণ হয়েছিল। ঘুমেরও সমস‌্যা ছিল। বাড়িতে থাকার সময় যাতে সংক্রমণ এড়ানো যায় তারজন‌্য সব ব‌্যবস্থা নেওয়া হয়েছে। সূত্রের খবর, শ্বাসকষ্ট-সহ আপাতত দিনে চারটি ওষুধ খেতে হবে। তিন সদস্যের একটি মেডিক‌্যাল টিম প্রয়োজনে বাড়ি গিয়ে তাঁর চিকিৎসা করবেন। শুক্রবার চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করতে বাড়ি যাবেন।

[আরও পড়ুন: ‘পতিতা’ মন্তব্যে বিশবাঁও জলে সেলিম, আইনি নোটিস অভিষেকের আইনজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement