সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে আরও এক শিরোপার অধিকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান 'মিত্র বিভূষণ পদক'-এ সম্মানিত করল শ্রীলঙ্কা সরকার। ভারত ও দ্বীপরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে, উভয় দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নীতকল্পে ব্যতিক্রমী অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হল মোদিকে। স্বভাবতই মোদির এই স্বীকৃতিতে অস্বস্তি বাড়ল চিনের।
আন্তর্জাতিক ক্ষেত্রের বন্ধুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্যই প্রবর্তিত হয় 'মিত্র বিভূষণ পদক'। দুই দেশের সম্পর্কের স্বীকৃতি দেওয়া হয় এই সম্মানের মাধ্যমে। মোদিকে দেওয়া পদকের নকশায় রয়েছে ভারত-শ্রীলঙ্কা বন্ধনের নানা প্রতীক। যেমন, ধর্মচক্র যা বৌদ্ধ ঐতিহ্যের প্রতিনিধি, পুন কলস---ধানের আঁটি রাখার একটি আনুষ্ঠানিক পাত্র, যা সমৃদ্ধির প্রতীক। এবং নবরত্ন বা নয়টি মূল্যবান রত্ন। এছাড়া পদ্মের পাপড়ি একটি গোলকের মধ্যে আবদ্ধ নকশাও রয়েছে, যা স্থায়ী বন্ধুত্বের প্রতীক। পদকটির নকশায় খোদাই করা সূর্য ও চাঁদ চিরকালীন সম্পর্কের প্রতীক। প্রাচীন সভ্যতা থেকে অসীম ভবিষ্যতের দিকে দিকনির্দেশ করে।
উল্লেখ্য, এই নিয়ে ২২তম আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে গত ১১ মার্চ মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান পান তিনি। চিনের সঙ্গে দ্বীপরাষ্ট্রের ঘনিষ্ঠতার মাঝে মোদির এই ভারত সফর আন্তর্জাতিক কূটনীতির জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই সফরে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল অনুরা দিশানায়েক সরকার। শ্রীলঙ্কায় রামায়ণের পুতুলনাচ শো দেখলেন মোদি।