সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোর পর সোনা। আন্তর্জাতিক সাঁতারের প্রতিযোগিতায় আর মাধবনের (R Madhavan) ছেলে বেদান্তের সাফল্যের ধারা অব্যাহত। ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় এবার সোনার পদক জিতে নিল ১৬ বছরের কিশোর। ভিডিও পোস্ট করে সুখবর দিলেন অভিনেতা।
জাতীয় স্তরের সাঁতারু বেদান্ত। মাত্র ১৬ বছর বয়সেই একাধিক সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। ২০২৬ সালের অলিম্পিকে (Olympics 2026) ভারতের জন্য পদক আনা তার জীবনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে স্থির থেকেই প্রস্তুতি নিচ্ছে বেদান্ত। করোনার কারণে ম্বইয়ে সবচেয়ে বড় সুইমিং পুলটি বন্ধ হয়ে যাওয়ায় তার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। ছেলের প্র্যাকটিস যাতে বন্ধ না হয়, সেই কারণেই স্ত্রী সরিতা ও বেদান্তকে নিয়ে দুবাইয়ে থাকার সিদ্ধান্ত নেন মাধবন।
[আরও পড়ুন: ঘোড়ায় চড়ে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর, বাধা দেন আলিয়া, কিন্তু কেন? জানালেন চূর্ণী]
দুবাইয়ে একাধিক উন্নত মানের স্যুইমিং পুল রয়েছে। সেখানেই প্রস্তুতি পর্ব সারে বেদান্ত। এর মধ্যেই ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় যোগ দেয়। গত ১৬ এপ্রিল বেদান্তের ভিডিও পোস্ট করে তার রুপো জয়ের খবর জানান মাধবন। বলিউডের অনেকেই বেদান্তকে শুভেচ্ছা জানান।
রবিবার রাতে ছেলের সোনার পদক জয়ের ভিডিও পোস্ট করেন মাধবন। ক্যাপশনে অভিনেতা লেখেন, “সোনা… ঈশ্বরের কৃপায় জয়ের ধারা অব্যাহত। আজ আটশো মিটারের প্রতিযোগিতায় বেদান্ত সোনা পেয়েছে। অভিভূত ও কৃতজ্ঞ।” এই জয়ের জন্য কোচ প্রদীপ এবং স্যুইমিং ফেডারেশনকে ধন্যবাদ জানান মাধবন।
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও আন্তর্জাতিক স্তরে পদক জিতেছে মাধবনপুত্র। এর আগে থাইল্যান্ডে আয়োজিত একটি সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছিল বেদান্ত মাধবন।