shono
Advertisement

রাহিলের মদতেই পাকিস্তান ছাড়তে পেরেছিলেন মুশারফ

পাক মুলুকে সেনা প্রাধান্যের এই প্রমাণ কি যথেষ্ট নয়? The post রাহিলের মদতেই পাকিস্তান ছাড়তে পেরেছিলেন মুশারফ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:44 PM Dec 20, 2016Updated: 06:14 PM Dec 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতা ছাড়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না রাহিল শরিফের৷ পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধানই নিজের প্রভাব খাটিয়ে তাঁকে দেশ থেকে বাইরে যেতে সাহায্য করেছে বলে এতদিনে জানালেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ সম্প্রতি দুনিয়া নিউজ নামে একটি চ্যানেলের টক শোয়ে এই তথ্য ফাঁস হয়৷

Advertisement

সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মুশারফ৷ তারপর অবশ্য গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ার মাধ্যমে মসনদে বসেন৷ কিন্তু সেই ক্ষমতাও বেশিদিন ধরে রাখতে পারেননি মুশারফ৷ ঘরে-বাইরে চাপের মুখে চলতি বছরের মার্চ মাসে দেশ ছাড়েন তিনি৷ মুশারফ বলেন, তিনি রাহিলের সিনিয়র বস ছিলেন৷ সেই কারণেই তাঁকে রাহিল সাহায্য করেছে৷ সেনার দায়িত্বে যখন রাহিল ছিলেন, তখন নিজের প্রভাব খাটিয়ে বিচার বিভাগের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেন তিনি৷ সেই কারণেই মেডিক্যালের অজুহাতে দেশ ছাড়ার অনুমতি পান মুশারফ৷

গত নভেম্বরই সেনা প্রধানের দায়িত্ব ছেড়েছেন রাহিল শরিফ৷ গত ২০ বছরে তিনি প্রথম পাক সেনা প্রধান ছিলেন, যিনি নির্দিষ্ট সময় অবসর নিয়েছেন৷ তাঁর আগে প্রত্যেকেই অবসরের পরও কয়েক বছর দায়িত্ব পালন করেন৷ পাক রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, প্রাক্তন সেনা প্রধানের ডানা ছাঁটতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷

The post রাহিলের মদতেই পাকিস্তান ছাড়তে পেরেছিলেন মুশারফ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement