shono
Advertisement

মহিলাদের জন্য মাসে ৪ হাজার টাকা! তেলেঙ্গানায় ‘খয়রাত’ ঘোষণা রাহুলের

তেলেঙ্গানায় বিজেপির সঙ্গে আঁতাঁত করেছেন ওয়েইসি, দাবি রাহুলের।
Posted: 01:37 PM Nov 02, 2023Updated: 01:37 PM Nov 02, 2023

সোমনাথ রায়: তেলেঙ্গানায় ক্ষমতায় ফিরতে দেদার খয়রাত ঘোষণা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কংগ্রেস ক্ষমতায় ফিরলে মাসে ৪ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের। কেসিআরের রাজ্যে মসনদ দখলের লক্ষ্যে রীতিমতো টোপ দিলেন রাহুল।

Advertisement

তেলেঙ্গানা থেকে এদিন রাহুল ঘোষণা করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে পরিবারের একজন মহিলাকে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে আড়াই হাজার টাকা করে। সেই সঙ্গে যে গ্যাস সিলিন্ডার দেশজুড়ে হাজার টাকা করে বিক্রি হচ্ছে, সেই সিলিন্ডার দেওয়া হবে ৫০০ টাকা করে। তাতে মাসে ৫০০ টাকা করে বাঁচাতে পারবেন মহিলারা। সেই সঙ্গে মহিলাদের জন্য সমস্ত বাসভাড়া মকুব করে দেওয়া হবে। তাতে মাসে আরও হাজার টাকা সঞ্চয় করা সম্ভব হবে। সব মিলিয়ে মাসে প্রায় ৪ হাজার টাকার সুবিধা পাবেন মহিলারা।

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

রাহুল জানিয়েছেন, মহিলারা পরিবারের মেরুদণ্ড। তাই তাঁদেরই সরাসরি এই সহযোগিতা করা হবে। কংগ্রেস নেতার বক্তব্য, চন্দ্রশেখার রাওয়ের পরিবার তেলেঙ্গানার মানুষের টাকা লুট করেছে। প্রতিটি পয়সা তেলেঙ্গানার মানুষকে ফিরিয়ে দেবে কংগ্রেস। তেলেঙ্গানায় বন্ধ হয়ে যাওয়া কালেশ্বরম প্রকল্প নিয়েও এদিন কেসিআরকে তোপ দেগেছেন রাহুল। তাঁর অভিযোগ, এই প্রকল্পে ১ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। এটা আসলে বিআরএসের এটিএম। এই প্রকল্পের খেসারত দিতে তেলেঙ্গানার প্রতিটি পরিবারকে ২০৪০ সাল পর্যন্ত ৩১ হাজার ৫০০ টাকা করে দিতে হবে।

[আরও পড়ুন: কেজরিওয়ালের হাজিরার দিনই ইডির নজরে দিল্লির আরেক মন্ত্রী, সকাল থেকেই চলছে তল্লাশি]

তেলেঙ্গানায় এবার মূল লড়াই কংগ্রেস এবং বিআরএসের। এসবের মধ্যে ‘ছোট’ খেলোয়াড় বিজেপি এবং আসাদুদ্দিন ওয়েইসির AIMIM। রাহুলের অভিযোগ, ওয়েইসি এবং বিজেপি গোপন আঁতাঁত করে লড়ছে। বিজেপি এবং বিআরএসকে সুবিধা পাইয়ে দিতে কংগ্রেসের ভোট কাঁটার চেষ্টা করছে ওয়েইসির দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement