সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের বরাবরই বিরোধিতা করে এসেছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী ক্রমাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে যাওয়ার পাশাপাশি এদিন গোটা বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পদক্ষেপেরও তীব্র নিন্দা করেন। মঙ্গলবার এক বিবৃতিতে রাহুল বলেন, “আরবিআই-এর নোট বদলের ক্রমাগত নিয়ম পরিবর্তন প্রধানমন্ত্রীর পোশাক পরিবর্তনের মতো মনে হচ্ছে।”
অর্থমন্ত্রী অরুণ জেটলির নোট বদল সংক্রান্ত তথ্য টুইটারে প্রকাশ করেই এই বক্তব্য রেখেছেন কংগ্রেস সহ-সভাপতি।
এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পি চিদাম্বরমও একই কথা বলেছেন। রাহুলের কথার প্রসঙ্গে তিনি বলেন, নোট বাতিল ঘোষণা করার পর থেকে, আরবিআই নোট বদলের নির্দেশিকার বারংবার পরিবর্তন আনছেন। আর এই ক্রমাগত পরিবর্তিত নির্দেশিকার ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
প্রসঙ্গত, নোট বাতিলের পর থেকে কেন্দ্র এবং আরবিআইয়ের পক্ষ থেকে বহুবার ভিন্ন নির্দেশিকা চালু করা হয়েছে নোট বদলের জন্য। আর সেই কারণেই জটিলতার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই আরবিআইয়ের বিরোধিতায় সোচ্চার হয়েছে কংগ্রেস।
The post মোদির পোশাক পাল্টানোর মতোই পাল্টাচ্ছে আরবিআইয়ের নির্দেশিকা: রাহুল appeared first on Sangbad Pratidin.